Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • এবার সরাসরি আদালতে মমতা! এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি
জেলা

এবার সরাসরি আদালতে মমতা! এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

mamata banerjee 2
Email :10

প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষকে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ তুলে রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু এসআইআর নয়, নির্বাচন কমিশনের গোটা কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এরপরই গঙ্গাসাগর থেকে আরও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী (Mamata banerjee)। স্পষ্ট ভাষায় জানান, এবার আইনের পথে হাঁটতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মমতা বলেন, সোমবার আদালত খুলছে এবং সেই সঙ্গে আইনি লড়াই শুরু হবে। প্রয়োজনে তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষের হয়ে মামলা লড়বেন বলেও ঘোষণা করেন। এদিন তিনি মনে করিয়ে দেন, তিনি নিজেও একজন আইনজীবী (Mamata banerjee)।

মুখ্যমন্ত্রীর (Mamata banerjee)অভিযোগ, এসআইআর সংক্রান্ত হয়রানির শেষ নেই। আতঙ্কে ও চাপের কারণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এমনকি শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তোলেন তিনি। এই বিষয়টি নিয়ে আগেও একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের দুর্ভোগ নিয়ে কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়েই আবার এই ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। একযোগে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে ‘ভ্যানিস কুমার’ বলেও মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। তাঁর দাবি, প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ তাঁদের ৭ নম্বর ও ৮ নম্বর ফর্ম পূরণ করার অধিকার ছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্বিচারে নাম বাদ দেওয়া হচ্ছে।

এখানেই থামেননি তিনি। নির্বাচন কমিশনের কাজকর্ম হোয়াটস অ্যাপের মাধ্যমে চলছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, এই হোয়াটস অ্যাপ কোথা থেকে এসেছে, কে কিনেছে, তা কেউ জানে না। এইভাবে মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি কটাক্ষ করে বলেন, মানুষের অধিকার কেড়ে নিলে সংশ্লিষ্টরাও একদিন ‘ভ্যানিস’ হয়ে যাবেন।

এই সমস্ত ঘটনার প্রতিবাদেই আইনের দ্বারস্থ হচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এত মানুষের মৃত্যু এবং যেভাবে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে, তার বিরুদ্ধে আইনি লড়াই হবে। প্রয়োজনে তিনি আদালতের অনুমতি নিয়ে সাধারণ নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে গিয়ে বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন বলেও জানান প্রশাসনিক প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts