Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “বাংলাদেশি বলার অপমান মেনে নেব না!” — বাংলার মাটি থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, ২৮ জুলাই মিছিলে নামছে বীরভূম!
জেলা

“বাংলাদেশি বলার অপমান মেনে নেব না!” — বাংলার মাটি থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী, ২৮ জুলাই মিছিলে নামছে বীরভূম!

mamata banerjee 21 july
Email :3

আবার বীরভূমে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৮ জুলাই তাঁর সফরের কথা নিশ্চিত করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। জানা গিয়েছে, ইলামবাজারে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। প্রশাসনিক বৈঠকেও অংশ নিতে পারেন তিনি (Mamata Banerjee)।

তবে এই সফর শুধুই প্রশাসনিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা ও বাঙালির উপর ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে পদযাত্রারও আয়োজন করা হয়েছে (Mamata Banerjee)। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের ‘বাংলাদেশি’ বলে হেনস্থার ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা হতে চলেছে ‘বাঙালি আত্মসম্মানের’ প্রশ্নে এক বড় বার্তা।

তবে এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের  (Mamata Banerjee) অনুব্রত মণ্ডলের সঙ্গে কোনও আলাদা বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। মনে রাখতে হবে, একুশে জুলাইয়ের আগে অনুব্রতকে পুলিশি নজরবন্দিতে রাখা হয়েছিল এবং তৃণমূলের মঞ্চে তাঁকে অনুপস্থিত থাকতে দেখা যায়। এখন তিনি আর বীরভূম জেলা সভাপতি নন, কেবলমাত্র কোর কমিটির সদস্য। ফলে দলের অভ্যন্তরীণ সম্পর্ক এবং রাজনীতির পটপরিবর্তন ঘিরেও তৈরি হয়েছে জল্পনা।

কাজল শেখ জানিয়েছেন, ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমান পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্রিজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । সেইসঙ্গে আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করা হবে প্রশাসনিক বৈঠকে। পাশাপাশি, ২৮ বা ২৯ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী একটি মিছিল করবেন, যেখানে প্রতিবাদ জানানো হবে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এবং পরিযায়ী শ্রমিকদের উপর ‘অবজ্ঞার রাজনীতি’-র বিরুদ্ধে।

কাজলের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় এলেই বোলপুর শহরের রাস্তায় মানুষের ঢল নামবে। চারদিকে মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যাবে না।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts