Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মমতার নতুন গান ভাইরাল হওয়ার পথে—টার্গেটে এবার NRC
জেলা

মমতার নতুন গান ভাইরাল হওয়ার পথে—টার্গেটে এবার NRC

mamata banerjeee aa
Email :8

প্রশাসনিক দায়িত্ব সামলানো, রাজনীতির ময়দানে লড়াই, একের পর এক সরকারি কর্মসূচি—সবকিছুর মধ্যেই নিজেকে সৃজনশীলতার সঙ্গে যুক্ত রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কবিতা লেখা, গান রচনা, বই প্রকাশ—সবক্ষেত্রেই তাঁর সরব উপস্থিতি। ইতিমধ্যেই তাঁর লেখা একাধিক বই রাজ্যের স্কুলে পাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে শিক্ষাদফতরের সিদ্ধান্তে। এবার রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে বেছে নিলেন গান—এবারের বিষয় এনআরসি (Mamata Banerjee)।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ধারাবাহিক জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী । গতকাল ঘাটাল ও খানাকুল পরিদর্শনের পর আজ পৌঁছন ঝাড়গ্রামে। সেখানেই এনআরসি ইস্যুতে গানে গানে আক্রমণ শানালেন তিনি। মমতার (Mamata Banerjee) কথায়—“ছি… ছি… ছি… এনআরসি… এই গানটা আমি লিখছি।”

দিনের শুরুতে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ একাধিক তৃণমূল নেতা। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই অতীতের অস্থির সময়ের কথা টেনে এনে কড়া ভাষায় আক্রমণ করেন বামফ্রন্ট সরকারকে।

তিনি বলেন, “একসময় মানুষ ঝাড়গ্রামে আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। কিন্তু বাম আমলে গোয়ালতোড়, বেলপাহাড়ি, ঝাড়গ্রামে কেউ আসতে চাইতেন না—ভয় ছিল চারদিকে। কিন্তু আমি আসতাম। আমার দল ক্ষমতায় আসার পরই প্রথম এখানে এসেছি। কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামে শান্তি ফিরে আসুক।” পাশাপাশি তৃণমূল আমলে এই অঞ্চলের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts