Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Mamata Banerjee: মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ! সফরের আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়
জেলা

Mamata Banerjee: মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ! সফরের আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

Email :29

মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন এতদিন সেখানে যাননি, তা নিয়ে বিরোধীদের তরফে প্রশ্ন উঠেছিল আগেই। ধর্মীয় রাজনীতির অভিযোগও তুলেছিল বিরোধী শিবির (Mamata Banerjee)। সোমবার সেই মুর্শিদাবাদ সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

তিনি জানালেন, “আমি আগেও মুর্শিদাবাদে যেতে পারতাম। কিন্তু কোনও জায়গায় যখন অশান্তি হয়, তখন অবস্থা শান্ত না হওয়া পর্যন্ত দায়িত্বশীলতার জায়গা থেকে যাওয়া উচিত নয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, শান্তি ফিরেছে। তাই এখন যাওয়া যুক্তিযুক্ত।”

সোমবারই মুখ্যমন্ত্রী কলকাতা থেকে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন। তবে খারাপ আবহাওয়ার কারণে তিনি হেলিকপ্টারে সফর করছেন না বলেও জানান। তাঁর কথায়, “আবহাওয়া এখন অত্যন্ত অনিশ্চিত। কখনও বৃষ্টি, কখনও ঝড়—এই পরিস্থিতিতে হেলিকপ্টারে যাওয়া নিরাপদ নয়। তাই অনেক সময় আগেই জেলার সফর পরিকল্পনা করতে হয়।”

মঙ্গলবার তাঁর সফরসূচি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ধুলিয়ান যাব। জানি কিছু পরিবার চলে গিয়েছে। তারা নিজের ইচ্ছায় গিয়েছে, সরকার তাদের আর্থিক সহায়তা দিয়েছে। কেউ যদি সেই সাহায্য না নেয়, সেটা আমার হাতে নেই। তবে যারা ক্ষতিপূরণ নিতে আসবেন, তাদের সঙ্গে বিডিও অফিসে দেখা করব, কথা বলব। বাংলার বাড়ি তৈরি করে দেব, দোকান করে দেব।”

সফরের রুট স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানান, “ধুলিয়ান থেকে সুতি যাব, সরকারি প্রকল্পের কাজ পরিদর্শন করব। তারপর বহরমপুর হয়ে কলকাতায় ফিরব।”

এদিকে, রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদ সংক্রান্ত একটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর। রিপোর্টে রাজ্য প্রশাসনের ব্যর্থতার উল্লেখ করে ৩৫৬ ধারা প্রয়োগের সুপারিশ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাফ জবাব, “৩৫৬ ধারা সুপারিশের বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। আর রাজ্যপাল বর্তমানে শারীরিকভাবে অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

বিরোধীদের কটাক্ষ ও রাজ্যপালের রিপোর্ট—সবকিছুর প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী, শান্ত পরিস্থিতিতে ময়দানে নেমে প্রশাসনিক হাল ধরার বার্তাও দিলেন জোর গলায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts