দিঘায় নবনির্মিত জগন্নাথধাম ঘিরে একাধিক প্রশ্ন ও তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার (Mamata Banerjee)। এবার এই বিতর্কে সরাসরি মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বহরমপুরে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি (Mamata Banerjee)।
মমতা প্রশ্ন তোলেন, “জগন্নাথধাম নিয়ে এত হিংসা কেন? যখন ওড়িশায় আলুর ঘাটতি হয়, তখন তো বাংলা জোগান দেয়। আমাদের সহযোগিতার কথা তখন মনে থাকে না?”
তিনি আরও বলেন, “আমি যদি দক্ষিণেশ্বর বা কালীঘাটে স্কাইওয়াক করি, তখন প্রশ্ন ওঠে না। দুর্গাপুজো, কালীপুজো করি তখন কেউ কিছু বলে না। কিন্তু জগন্নাথধাম করলেই সমস্যা? এমনও বলা হচ্ছে আমি নাকি নিমগাছ চুরি করেছি! আমার বাড়িতেই চারটে নিমগাছ আছে, চাইলে কয়টা দেবেন জিজ্ঞেস করুন!”
ওড়িশার বিরোধিতার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তো পুরীতেও যাই, কখনও প্রশ্ন তুলি না। কিন্তু আমি জগন্নাথধাম করতেই সমস্যা? এত হিংসার মানে কী? আমাদের মূর্তি তো মার্বেলের ছিল। যে জায়গা থেকে নিম কাঠ আনা হয়েছে, সে বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। যিনি কাঠ দিয়েছেন, তিনিও স্পষ্ট বলেছেন কাঠ অন্যত্র থেকে আনা হয়েছে।”
ওড়িশার আচরণ নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আমাদের জানা গিয়েছে, ওড়িশায় বাংলায় কথা বললেই মারধর করা হচ্ছে। এমনটা মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশেও হয়েছে। অথচ আমাদের বাংলায় ১.৫ কোটি বাইরের রাজ্যের মানুষ কাজ করছেন। আমরা তো কাউকে অত্যাচার করি না।”
শেষে তিনি বলেন, “আমি চাই না ভুল বোঝাবুঝি হোক। আমাদের মধ্যে সহমর্মিতা থাকা উচিত। ওড়িশা, বিহার বা রাজস্থানের সরকার যেন শুভবুদ্ধির পরিচয় দেয়। হিংসা কোনও সমস্যার সমাধান নয়। সবাই ভালো থাকুন—বাংলাও, ওড়িশাও।”