মালদা শহরের (Maldah) সুকান্তপল্লি এলাকায় নির্মীয়মাণ বাড়ির ট্যাঙ্কের ভেতরে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। তাঁরা দু’জনেই শ্রমিক। একই ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর (Maldah) অসুস্থ অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে এলাকায় শোক ও চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাইয়ের নাম উজ্জ্বল মণ্ডল (২৮) ও অসিত মণ্ডল (২৫)। তাঁরা ইংরেজবাজার (Maldah) থানার বাগবাড়ি বাঁধরোড এলাকার বাসিন্দা। গুরুতর আহত শ্রমিকের নাম অমল মণ্ডল (২৫), বাড়ি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের করমনি গ্রামে।
শনিবার এই তিনজন শ্রমিক স্থানীয় এক স্কুল শিক্ষকের নির্মীয়মাণ বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্কে ঢুকে সাটারিং খুলছিলেন (Maldah)। সেই সময় ট্যাঙ্কের ভিতরেই জমে থাকা বিষাক্ত গ্যাসে তাঁরা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সাটারিংয়ের কাঠ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁদের ওপর। ফলে ট্যাঙ্কের ভেতরে আটকে পড়েন তিনজনেই।
তৎক্ষণাৎ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মালদা (Maldah) মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা উজ্জ্বল ও অসিত মণ্ডলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অমল মণ্ডলের চিকিৎসা চলছে হাসপাতালেই।
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক প্রসেনজিৎ বর্মন একজন স্কুল শিক্ষক। তিনি তাঁর নিজের জন্য ওই বাড়ি নির্মাণ করাচ্ছিলেন। ঘটনার পর থেকে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিকভাবে নির্মাণস্থলের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির আশঙ্কা করছে প্রশাসন। ঘটনার তদন্ত চলছে।