Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • পাপড় কিনতে দেরি হতেই গরম তেলের কড়াই ঢেলে দিলেন ক্রেতা, মৃত্যুপ্রায় অবস্থায় হাসপাতালে লড়াই করছেন বিক্রেতা!
জেলা

পাপড় কিনতে দেরি হতেই গরম তেলের কড়াই ঢেলে দিলেন ক্রেতা, মৃত্যুপ্রায় অবস্থায় হাসপাতালে লড়াই করছেন বিক্রেতা!

maldah aa
Email :2

মেলাতেই পাপড় বিক্রি করতে গিয়েছিলেন নেতাজি পল্লির বাসিন্দা সুধীর দাস। প্রতিদিনের মতো সেদিনও তিনি স্টল বসিয়ে পাপড় বিক্রি করছিলেন (Maldah)। হঠাৎই খগেন মণ্ডল নামে এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় সেখানে আসে এবং পাপড় কিনতে চায়। সেই সময় পাপড় বিক্রি করতে ভিড় থাকায় একটু দেরি হয়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে খগেন। শুরু হয় কথা কাটাকাটি (Maldah)। এর পরেই আচমকা গরম তেলের কড়াই তুলে সুধীর দাসের গায়ে ঢেলে দেয় সে। মুহূর্তের মধ্যেই গুরুতর দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুধীর।

চারপাশের মানুষজন চিৎকার শুনে ছুটে আসেন এবং দ্রুত তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান (Maldah)। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, সামান্য দেরি হওয়াতেই খগেন অমানবিক কাণ্ড ঘটিয়েছে।

আহত সুধীর দাসের স্ত্রী মালতী দাস কান্নায় ভেঙে পড়েন (Maldah)। তিনি বলেন, “আমরা স্বামী-স্ত্রী এই পাপড় বিক্রিই করে সংসার চালাই। আমার স্বামী শান্ত স্বভাবের মানুষ, কারও সঙ্গে ঝগড়া করেন না। সেদিন ওই লোক মদ খেয়ে এসে পাপড় চাইছিল। তারপরই এভাবে তেলের কড়াই ঢেলে দিল। আমার স্বামী ছাড়া সংসারে কেউ নেই, আমি শুধু আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত চাই।”

এই ঘটনার পর সুধীর দাসের পরিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত খগেন মণ্ডলকে গ্রেফতার করেছে। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts