Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সরকারি জমি দখল? এবার সরাসরি বুলডোজার চালানোর হুঁশিয়ারি মালদহ জেলা শাসকের! কড়া বার্তা থানাকে!
জেলা

সরকারি জমি দখল? এবার সরাসরি বুলডোজার চালানোর হুঁশিয়ারি মালদহ জেলা শাসকের! কড়া বার্তা থানাকে!

bulldozer
Email :12

সরকারি জমি দখল করলে আর রেহাই নেই—সরাসরি জেসিবি চালানোর কড়া নির্দেশ দিলেন মালদহের জেলা শাসক নীতিন সিংহানিয়া (Maldah)। হুঁশিয়ারি দিয়ে জানালেন, জমি বেদখল মানেই বুলডোজার! থানার আইসি-কে তিনি স্পষ্টভাবে বলেছেন, “জেসিবি লাগাও, উসকো হঠাও।” পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পে গাফিলতি করা পঞ্চায়েতদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের বার্তা দিলেন তিনি (Maldah)।

বুধবার হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের নির্বাচিত জন-প্রতিনিধিদের নিয়ে এক প্রশাসনিক বৈঠকে এই বার্তা দেন জেলা শাসক (Maldah)। বৈঠকে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক ও রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, দুই বিডিও, থানার আইসি মনোজিৎ সরকার সহ প্রশাসনের শীর্ষ কর্তারা ন।

বৈঠকে স্পষ্ট হয়, অনেক পঞ্চায়েতের কাছে সরকারি টাকা থাকলেও তা যথাযথ সময়ে খরচ করা হচ্ছে না (Maldah)। উন্নয়ন কাজ পড়ে রয়েছে বন্ধ হয়ে। এই অবস্থায় জেলা শাসক কড়া ভাষায় প্রশ্ন তোলেন এবং সময়সীমা বেঁধে দিয়ে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ না করলে কড়া পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট পঞ্চায়েত ও আধিকারিকদের বিরুদ্ধে (Maldah)।

জেলা শাসক আরও বলেন, বারবার হরিশ্চন্দ্রপুরে সরকারি জমি দখলের অভিযোগ উঠে আসছে। সে কারণে এবার আর ছাড় নয়। যে জমি দখল হয়ে রয়েছে, তা বুলডোজার চালিয়ে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন তিনি থানার আইসি-কে।

এই প্রশাসনিক বৈঠকের পর জেলা শাসক বারোদুয়ারি ডিয়ার পার্কে দুটি সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেও তিনি উন্নয়নমূলক কাজে গতি আনতে সকলকে কড়া বার্তা দেন এবং জানান, “জনগণের টাকা নষ্ট হতে দেব না। সময়মতো কাজ করতে না পারলে, এবার কিন্তু ব্যবস্থা নেওয়া হবেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts