রাজনৈতিক লড়াই থেকে সোজা পরকীয়ার ময়দান—মালদার (Maldah) হরিশচন্দ্রপুরে একেবারে সিনেমার কাহিনিকে হার মানাল বাস্তব। শাসকদল তৃণমূলের কর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন বিজেপির এক বিবাহিত নেতা (Maldah)! তুমুল চর্চা শুরু হয়েছে জেলায়, রীতিমতো অস্বস্তিতে দুই পরিবার এবং দুই রাজনৈতিক শিবিরই (Maldah)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মীর বিবাহিত স্ত্রী এবং দুই সন্তানের মা হঠাৎই উধাও হয়ে যান। পরে জানা যায়, তিনি পালিয়ে গিয়েছেন এক বিজেপি নেতার সঙ্গে, যিনি নিজেও বিবাহিত ও এক সন্তানের পিতা। সামাজিকভাবে দুই বিপরীত মেরুতে থাকা এই দুইজনের ‘সম্পর্ক’ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। রাজনীতির বাইরে তৈরি হওয়া এই সম্পর্ক এখন এলাকায় চায়ের দোকানের প্রধান আলোচ্য।
ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মী, “ফেসবুকে আলাপ হয়েছিল, তারপর বিয়ে। আর এখন দুটো ছোট সন্তানকে ফেলে রেখে বিজেপি নেতার সঙ্গে পালাল! এটা কীভাবে সম্ভব?” তাঁর দাবি, “এটা পরকীয়া নয়, এটা প্রতারণা।” জানা গিয়েছে, তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে বিজেপি নেতার পরিচয় ঘটে বাড়ির পাশের বিজেপি পার্টি অফিসে যাতায়াতের সময়। তারপর থেকেই তৈরি হয় সম্পর্ক। গোপনে চলতে থাকা প্রেম শেষে একদিন হঠাৎই তাঁরা উধাও হয়ে যান।
ঘটনায় অস্বস্তিতে তৃণমূল ও বিজেপি—দুই পক্ষই। বিজেপির স্থানীয় নেতৃত্ব বলছেন, “ব্যক্তিগত সম্পর্কের বিষয় হলেও এমন কাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তৃণমূল নেতারাও ক্ষুব্ধ। তাঁদের মতে, “এই ধরনের আচরণ শুধু পরিবার নয়, সমাজ এবং রাজনীতির উপরও প্রভাব ফেলছে।”