Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • চার মাস পর কুম্ভ থেকে ‘ফিরলেন’ ওয়াকিল মণ্ডল, এ যেন জীবন্ত সিনেমার কাহিনি!
জেলা

চার মাস পর কুম্ভ থেকে ‘ফিরলেন’ ওয়াকিল মণ্ডল, এ যেন জীবন্ত সিনেমার কাহিনি!

Email :52

কুম্ভমেলায় (Maha Kumbh) হারিয়ে যাওয়া এক বৃদ্ধকে প্রায় চার মাস পর খুঁজে পাওয়া গেল শ্রীরামপুরে। বিহারের ভাগলপুর জেলার ৮৫ বছরের বাসিন্দা ওয়াকিল মন্ডল কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ হয়েছিলেন। অবশেষে হ্যাম রেডিওর সাহায্যে পরিবার ফিরে পেল তাঁকে।

চলতি বছরের জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে প্রয়াগরাজে মহাকুম্ভে (Maha Kumbh) পুণ্যস্নানে গিয়েছিলেন ওয়াকিলবাবু। সেই সময় মেলায় আগুন লাগার ঘটনায় হুড়োহুড়ি শুরু হয়। অনেকেই হারিয়ে যান, অনেকেই প্রাণ হারান। সেই ভিড়েই কোথায় হারিয়ে যান ওয়াকিল মন্ডল, কেউ বুঝতে পারেননি। খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরিবার প্রায় আশা ছেড়ে দিয়েছিল (Maha Kumbh)।

চার মাস পরে, গত ২৫ মার্চ শ্রীরামপুরে রাস্তার পাশে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। স্থানীয় মানুষ ও পুলিশ তাঁকে ভর্তি করান শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। কথা বলতে পারছিলেন না, স্মৃতিশক্তি লোপ পেয়েছিল, ফলে তাঁর পরিচয় জানা সম্ভব হচ্ছিল না।

হাসপাতালের সহকারি (Maha Kumbh) সুপার বাসুদেব জোয়ারদার যোগাযোগ করেন হ্যাম রেডিওর পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে। এরপর হ্যাম রেডিও ক্লাব সদস্যরা দেশজুড়ে ছড়িয়ে দেন বৃদ্ধের ছবি ও খোঁজখবর। কয়েক ঘণ্টার মধ্যেই বিহারের ভাগলপুর থেকে আসে খবর—হারিয়ে যাওয়া ব্যক্তি ওয়াকিল মন্ডল।

বাড়ি সেকপুরা কুলকুলিয়া গ্রামে। গ্রামেই চৌকিদারের কাজ করতেন তিনি। স্ত্রী মারা গিয়েছেন তিন বছর আগে। বয়সজনিত কারণে বাড়িতেই থাকতেন বেশিরভাগ সময়। কিন্তু কীভাবে তিনি কয়েকশো কিলোমিটার দূরে শ্রীরামপুরে পৌঁছলেন, সে বিষয়ে কিছুই বলতে পারেননি বৃদ্ধ।

বুধবার সকালে তাঁর চার ছেলে ট্রেনে করে শ্রীরামপুরে এসে পৌঁছন। হাসপাতাল থেকে বাবাকে নিয়ে ফিরে যান বিহারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts