ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার আবহে যখন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক স্পষ্ট নির্দেশ দিয়েছে— সামাজিক মাধ্যমে যেন কোনও দেশবিরোধী বক্তব্য না ছড়ায় (Arrested), তখন সেই নির্দেশ অগ্রাহ্য করে রাফাল যুদ্ধবিমান নিয়ে বিরূপ মন্তব্য করে গ্রেফতার (Arrested) হলেন হুগলির মগড়ার এক যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত (Arrested) যুবকের নাম মহম্মদ ওয়াকিল, বাড়ি হুগলির বাঁশবেড়িয়ার কলবাজার এলাকায়। অভিযোগ, তিনি তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাফাল যুদ্ধবিমান নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য পোস্ট করেন।
সূত্রের খবর, বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় এই পোস্টের বিরুদ্ধে মগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ এবং মহম্মদ ওয়াকিলকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করে।
উল্লেখ্য, গত পাঁচদিন আগেই হুগলির বলাগড় ও পান্ডুয়া থানার অধীন এলাকায় দুই যুবককে গ্রেফতার করা হয় একই ধরনের অভিযোগে। তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করার অভিযোগ উঠেছিল। সেই সময়েও বিজেপির পক্ষ থেকে থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়।
বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন। বারবার সতর্ক করা হয়েছে, ভারত বিরোধী বা বিভ্রান্তিমূলক কিছু পোস্ট করলে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, “দেশবিরোধী কোনও প্রচার, মন্তব্য বা উস্কানিমূলক পোস্ট মেনে নেওয়া হবে না। তদন্ত করে প্রয়োজনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”