Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • স্টেশনে থামেনি ট্রেন! হাওড়া লোকালের বিপজ্জনক কাণ্ডে রক্ষা পেল শতাধিক যাত্রী, চালকের বিরুদ্ধে বিক্ষোভ
জেলা

স্টেশনে থামেনি ট্রেন! হাওড়া লোকালের বিপজ্জনক কাণ্ডে রক্ষা পেল শতাধিক যাত্রী, চালকের বিরুদ্ধে বিক্ষোভ

AC Local train
Email :3

বুধবার সন্ধ্যায় রীতিমতো চমকে উঠল হাওড়া-গোঘাট আপ লোকাল ট্রেনের (Konnagar) যাত্রীরা। ট্রেন কোন্নগর স্টেশনে (Konnagar) ঢোকার পরও নির্ধারিত তিন নম্বর প্ল্যাটফর্মে না থেমে সোজা ছুটে যায় সামনের দিকে। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক যাত্রী কার্যত স্তব্ধ হয়ে যান। বড় দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটতে পারত, স্রেফ ভাগ্যের জোরে বেঁচে গেলেন সকলে (Konnagar)।

প্রত্যক্ষদর্শীরা (Konnagar) জানান, আগেই ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল, হাওড়া থেকে ছেড়ে আসা গোঘাট লোকাল কোন্নগরে থামবে। সেই মতো তিন নম্বর প্ল্যাটফর্মে জড়ো হয়েছিলেন বহু যাত্রী। কেউ কেউ আবার ওভারব্রিজ ব্যবহার না করে লাইনের ওপর দিয়েই প্ল্যাটফর্ম পাল্টাচ্ছিলেন। ঠিক তখনই ঘটে যায় অবিশ্বাস্য কাণ্ড— ট্রেন না থেমেই সোজা চলে যায় প্ল্যাটফর্ম পেরিয়ে!

হঠাৎ এই ঘটনায় প্ল্যাটফর্ম জুড়ে দেখা দেয় তীব্র আতঙ্ক। অনেকেই ভেবে ওঠার আগেই একাংশ যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেন। যদিও স্টেশন কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা করে জানান, ট্রেনকে পিছিয়ে আনা হবে (Konnagar)। পরে চালক ট্রেনটি কিছুটা পিছিয়ে ফের তিন নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসেন। যাত্রীরা ওঠানামা শেষ করার পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

এই ঘটনা নিয়ে স্টেশন চত্বরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। যাত্রীরা ট্রেনের চালককে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। কেন প্ল্যাটফর্মে না থেমে ট্রেন সোজা চলে গেল, তা নিয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। তবে রেল সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

একদিকে রেলের তরফে যাত্রীদের নিরাপত্তা নিয়ে এত পরিকল্পনা— অন্যদিকে এমন মারাত্মক গাফিলতি! সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, যদি ঠিক সেই মুহূর্তে লাইনে কেউ পার হচ্ছিলেন, তবে কী ঘটতে পারত?

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts