Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “রাজবংশী তৃণমূল নেতারা দল ছাড়ুন”— ভোটের আগে ফের হুমকি KLO প্রধান জীবন সিংহের!
জেলা

“রাজবংশী তৃণমূল নেতারা দল ছাড়ুন”— ভোটের আগে ফের হুমকি KLO প্রধান জীবন সিংহের!

klo chief
Email :2

ভোটের মুখে ফের বিস্ফোরক বার্তা দিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেললেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) প্রধান জীবন সিংহ (KLO Chief Jibon Singh)। বহুদিন পর গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষ হুঁশিয়ারি দিয়েছেন। এবার তাঁর নিশানায় শুধু তৃণমূল নয়, সরাসরি রাজবংশী ও কামতাপুরী সমাজের প্রতিনিধিরাও (KLO Chief Jibon Singh)।

ভিডিয়ো বার্তায় জীবন সিংহ(KLO Chief Jibon Singh) বলেন, “তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার রাজবংশী ও কামতাপুরী জনগণের ওপর পরিকল্পিতভাবে অত্যাচার চালাচ্ছে। উত্তরবঙ্গের রাজবংশীরা বছরের পর বছর বঞ্চিত। এই অবিচার থামাতেই হবে।” শুধু তাই নয়, রাজবংশী জনগোষ্ঠীর আলাদা রাজ্যের দাবিও ফের উত্থাপন করেন তিনি (KLO Chief Jibon Singh)। তাঁর কথায়, “উত্তরবঙ্গে আলাদা রাজ্য গঠনের দাবিকে রুখে কেউ দাঁড়াতে পারবে না। রাজবংশী সাংসদ-বিধায়কেরা তৃণমূলের হয়ে কাজ করা বন্ধ করুন, দল ছাড়ুন।”

এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে (KLO Chief Jibon Singh)। ভোটের মুখে রাজবংশী ভোটব্যাঙ্কের ইমোশন ঘিরেই ইতিমধ্যেই জোরদার লড়াই চলছে। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি— উভয় শিবিরই উত্তরে নিজেদের জমি মজবুত করার চেষ্টা করছে। ঠিক সেই সময়েই জীবন সিংহের এই বার্তা অনেকের কাছেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

সবচেয়ে চাঞ্চল্যকর দিক হল, জীবন সিংহ এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের পক্ষে সরব হয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি এক অপহরণ ও খুনের মামলায় নাম জড়িয়েছে প্রশান্ত বর্মণের। জীবন ভিডিও বার্তায় বলেন, “প্রশান্ত বর্মণের বিরুদ্ধে মিথ্যা মামলা রচা হচ্ছে। সরকার রাজবংশী অফিসারদের টার্গেট করছে।”

তদন্ত সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর বিধাননগরের নিউটাউনে এক সোনার ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। দু’দিন পর তাঁর শ্যালক অভিযোগ দায়ের করেন, আর তাতেই উঠে আসে রাজগঞ্জের বিডিওর নাম। সেই ঘটনাকেই এখন রাজনৈতিক হাতিয়ার বানিয়ে সামনে এনেছেন KLO প্রধান।

প্রশাসনিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নড়চড়। গোয়েন্দা সূত্রে খবর, ভিডিওটি উত্তরবঙ্গের সীমান্তবর্তী কোনও এলাকা থেকে রেকর্ড করা হয়েছে বলে অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখছে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জীবন সিংহের এই বার্তা নিছক কাকতালীয় নয়। উত্তরবঙ্গে বিজেপির পুরনো ভোটভিত্তি ও রাজবংশী ইমোশন— দুইকেই হাতিয়ার করতে চাইছে বিভিন্ন শক্তি। সেই প্রেক্ষিতেই জীবনের এই বক্তব্য ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এমনিতে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে KLO প্রধান। একবার তো সরাসরি বলেছিল, “মমতা বন্দ্যোপাধ্যায় কোচ-কামতাপুরে পা ফেলবেন না। রাজ্য গঠনের পথে বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।” এবারও তাঁর বক্তব্যের ভঙ্গিতে সেই পুরনো হুঁশিয়ারিরই প্রতিধ্বনি শোনা গিয়েছে।

রাজনৈতিক মহল বলছে, উত্তরে বঞ্চনা ও পরিচয়ের রাজনীতি ফের মাথা তুলছে। জীবন সিংহের এই বার্তা শুধু নিরাপত্তা দফতর নয়, তৃণমূল শিবিরকেও অস্বস্তিতে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts