Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে”— কেরলে বাঙালি শ্রমিকের মৃত্যু ঘিরে বিস্ফোরক দাবি
জেলা

“খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে”— কেরলে বাঙালি শ্রমিকের মৃত্যু ঘিরে বিস্ফোরক দাবি

dead body m
Email :1

কেরলে কাজ করতে গিয়ে খুনের শিকার হলেন আলিপুরদুয়ারের ফালাকাটা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন (Migrant worker)। পরিবার জানিয়েছে, রঙের কাজের জন্য কেরলে গিয়েছিলেন তিনি। ৪ আগস্ট হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান আবুল (Migrant worker)। পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। খোঁজাখুঁজির পর শুক্রবার তাঁর নিথর দেহ উদ্ধার করে কেরল পুলিশ।

পরিবারের অভিযোগ, আবুলকে (Migrant worker) খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল। কাজের টাকার কমিশন নিয়ে সহকর্মীদের সঙ্গে বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোমবার ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি এবং তৃণমূলের টাউন সভাপতি শুভব্রত দে মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, আবুলের ছোট্ট সন্তান ও স্ত্রী যাতে ভবিষ্যতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে।

মৃতের কাকা বলেন, “ও আমার ভাগ্না। বুধবার থেকে কোনও খবর ছিল না। থানায় অভিযোগ করি। শুক্রবার জানতে পারি, একটি জঙ্গল থেকে দেহ উদ্ধার হয়েছে। পরে পুলিশ ফোনে জানায় বিষয়টি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts