Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বেলডাঙার আশ্রমে দিনের পর দিন নারীর উপর অত্যাচার? অভিযোগের তীরে বিদ্ধ কার্তিক মহারাজ, নেপথ্যে বিস্ফোরক সত্য!
জেলা

বেলডাঙার আশ্রমে দিনের পর দিন নারীর উপর অত্যাচার? অভিযোগের তীরে বিদ্ধ কার্তিক মহারাজ, নেপথ্যে বিস্ফোরক সত্য!

kartik maharaj 1
Email :2

মুর্শিদাবাদ থেকে এক বিস্ফোরক খবর। যৌন হেনস্তার অভিযোগে তোলপাড় বাংলার ধর্মীয় মহল। বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বে থাকা এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজকে (Kartik Maharaj) কার্যত সরিয়ে দেওয়া হল রাজ্য থেকে! তাঁকে আপাতত ঝাড়খণ্ডে বেশি সময় কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। সংঘের অভ্যন্তরেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জল্পনা।

জানা গিয়েছে, কার্তিক মহারাজ (Kartik Maharaj) ওরফে প্রদীপ্ত মহারাজের বিরুদ্ধে সম্প্রতি এক মহিলা গুরুতর অভিযোগ এনেছেন। অভিযোগ, চাকরি দেওয়ার নামে দিনের পর দিন তাঁকে বেলডাঙার আশ্রমে আটকে রেখে শারীরিক নিগ্রহ করা হয়েছে। এই অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছেও। এমনকি গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। হাই কোর্টে রক্ষাকবচ চাইলেও স্বস্তি মেলেনি মহারাজের (Kartik Maharaj)। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে মামলা চলছে।

ঘটনার পর থেকেই বেলডাঙার আশ্রমে আর আগের মতো দেখা যাচ্ছিল না কার্তিক মহারাজকে (Kartik Maharaj)। অনেকেই মনে করছেন, সংঘ তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে যাতে বিতর্ক না বাড়ে। সংঘের তরফে এখন তাঁকে ঝাড়খণ্ডের আশ্রমগুলিতে নজর দিতে বলা হয়েছে। যদিও প্রকাশ্যে এই রদবদলকে “অভ্যন্তরীণ কাজের ভার বদল” বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু ভেতরের খবর বলছে—এই সিদ্ধান্ত আসলে বিতর্ক থেকে সন্ন্যাসীকে দূরে সরিয়ে রাখার কৌশল।

কার্তিক মহারাজ নিজেও স্বীকার করেছেন যে, বর্তমানে তিনি ঝাড়খণ্ডে বেশি সময় কাটাচ্ছেন। এই ঘটনার পর নানা মহলে প্রশ্ন উঠছে—একজন পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসীর বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ ওঠার পরও কি শুধু দায়িত্ব বদলেই দায় শেষ?

তাঁর বিরুদ্ধে আগেও রাজনৈতিক বিতর্কে নাম জড়িয়েছে। একাধিকবার তাঁকে রাজনীতির ময়দানে ‘ধর্মীয় উসকানি’ দেওয়ার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসকদল। সব মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই প্রভাবশালী সন্ন্যাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts