উপনির্বাচনে জয়লাভের আনন্দ মিছিল মুহূর্তেই পরিণত হল আতঙ্কের নারকীয় ঘটনায় (Kaligang)। তৃণমূল প্রার্থী আলিফা খাতুনের জয় উদযাপন চলাকালীনই ছোড়া হল বোমা, আর সেই বোমার আঘাতে প্রাণ হারাল ক্লাস ফোরের ছোট্ট ছাত্রী তামান্না খাতুন (Kaligang)। মায়ের হাত ধরে দাঁড়িয়ে ছিল বাড়ির সামনেই, ঠিক তখনই বিস্ফোরণ v।
তামান্নার মা কেঁদে কেঁদে বলেন, “আমার মেয়ে কোনওদিন হাত ছাড়ে না। আমার হাত ধরে থাকত সবসময়। আজও বাড়ির সামনেই দাঁড়িয়েছিল (Kaligang), হঠাৎ বিকট শব্দ! চোখের সামনে মেয়েটা ছিটকে পড়ে গেল… আমি দেখলাম আমার হাত-পা জ্বলছে, আর তামান্না নিথর পড়ে আছে।”
এলাকাবাসীর(Kaligang) অভিযোগ, বিজয় মিছিল থেকেই একের পর এক বোমা ছোড়া হয় এলাকায়। শুধু তামান্নাদের বাড়ি নয়, আশেপাশের বাম সমর্থকদের বাড়ির দিকেই লক্ষ্য করে ছোড়া হয় প্রায় ৪০টি বোমা। বিস্ফোরণের দগ্ধ দাগ এখনও স্পষ্ট দেওয়ালে, জমিতে।
শিশুটির মায়ের অভিযোগ, “শুধু ওদের ভোট দিইনি, তাই আমার মেয়েকে নিয়ে এমন করল!” শোকস্তব্ধ পরিবার, প্রতিবেশীরা প্রশ্ন তুলছেন—রাজনীতির হিংসায় কি এবার শিশুরাও রেহাই পাবে না?
তবে তৃণমূলের দাবি, ঘটনার নেপথ্যে থাকতে পারে কোনও ষড়যন্ত্র। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কেউ হয়তো অতি উৎসাহী হয়ে এমন কাজ করেছে, কিংবা তৃণমূলের ভালো ফলকে কালিমালিপ্ত করতে চক্রান্ত হচ্ছে। আমরা চাই সত্যি প্রকাশ্যে আসুক।”
নিহত শিশুটির মৃত্যুকে ঘিরে থমথমে কালীগঞ্জ। আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।