Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • পুজোর আগেই শ্রমিকদের সামনে অন্ধকার— গেট বন্ধ করে উধাও ম্যানেজার ও মালিকপক্ষ
জেলা

পুজোর আগেই শ্রমিকদের সামনে অন্ধকার— গেট বন্ধ করে উধাও ম্যানেজার ও মালিকপক্ষ

tea estate
Email :2

দুর্গাপুজো শুরু হতে আর মাত্র একমাস বাকি। তার আগেই নাগরাকাটার বামনডাঙা চা বাগানের শ্রমিকদের মাথায় ভেঙে পড়ল বাজ (Jalpaiguri)। হঠাৎ করেই বন্ধ হয়ে গেল চা বাগান। এক ঝটকায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১৪০০ শ্রমিক। শনিবার সকালে কাজ করতে এসে বাগানের গেট বন্ধ দেখে হতবাক হয়ে যান তাঁরা (Jalpaiguri)।

কয়েকদিন আগেই রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল, চা শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজোর বোনাস দিতে হবে (Jalpaiguri)। তাতে শ্রমিকদের মনে কিছুটা হলেও স্বস্তি এসেছিল। কিন্তু হঠাৎ করেই মালিকপক্ষ পুরো চা বাগান বন্ধ করে দিয়ে উধাও হয়ে গেল। জানা যাচ্ছে, প্রশাসনকে লিখিত নোটিস দিয়েই বাগান ছেড়ে চলে গিয়েছেন তারা (Jalpaiguri)। কারণ হিসেবে দেখানো হয়েছে ‘নিরাপত্তাজনিত সমস্যা’।

বাগানের ম্যানেজার সুরজিৎ গঙ্গোপাধ্যায় থানায় (Jalpaiguri) অভিযোগ করেছেন, শ্রমিকরা নাকি তাঁকে হেনস্থা করেছেন। তাঁর দাবি, অফিসে ফেরার পথে তাঁকে গালিগালাজ করা হয়, গাড়িতে উঠতে দেওয়া হয়নি, হাঁটিয়ে আনা হয়।

তবে শ্রমিকরা এই অভিযোগ একেবারেই মানতে নারাজ। এক চা শ্রমিক আনিশা ওরাওঁ বলেন, “আমরা ম্যানেজারকে কেন মারব? আমাদের সংসার তো এই বাগানের টাকাতেই চলে। আমরা চাই, আমাদের বকেয়া মিটিয়ে দেওয়া হোক আর বাগান আবার খোলা হোক।”

সূত্রের খবর, শ্রমিকদের অন্তত ১৫ দিনের মজুরি বকেয়া ছিল। সেই টাকা ঘিরেই নাকি সমস্যা তৈরি হয়েছিল। তবে প্রশ্ন উঠছে—এই বকেয়া টাকাই কি বাগান বন্ধ করার আসল কারণ? তৃণমূলের শ্রমিক সংগঠনের দাবি, এক সপ্তাহের মধ্যেই যেন বাগান আবার খুলে যায়, তার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts