Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির কোনও ধাম নয়! এবার মন্দিরের সামনে থেকেও সরল সাইনবোর্ড
জেলা

Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির কোনও ধাম নয়! এবার মন্দিরের সামনে থেকেও সরল সাইনবোর্ড

Email :11

দিঘায় সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) পাশেই ছিল একটি বড় নীল রঙের কাঠামো, যাতে ইংরেজিতে লেখা ছিল ‘Jagannath Dham’। জাতীয় সড়কের ধার ঘেঁষে থাকা সেই সাইনবোর্ড মন্দিরে (Jagannath Temple) আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু মন্দির উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই সেই সাইনবোর্ড (Jagannath Temple) হঠাৎ উধাও! আর এতেই শুরু হয়েছে জল্পনা ও বিতর্ক (Jagannath Temple)।

মূল প্রশ্ন উঠছে—যে মন্দির নিয়ে এত উন্মাদনা, সেই মন্দিরের পাশ থেকে এমন একটি ‘সুদৃশ্য’ কাঠামো সরিয়ে ফেলা হল কেন? এর পেছনে কি কোনও রাজনৈতিক বা ধর্মতাত্ত্বিক চাপ রয়েছে?

এখানেই জড়িয়ে রয়েছে একটি পুরনো বিতর্ক—জগন্নাথ মন্দিরকে ‘ধাম’ বলা উচিত কি না? অনেকের মতে, ‘ধাম’ শব্দের অর্থ তীর্থস্থান বা দেবতার লীলাভূমি। উদাহরণ হিসেবে নবদ্বীপকে ‘চৈতন্যধাম’ বলা চলে, কারণ সেটি চৈতন্যদেবের জন্মস্থান ও কর্মক্ষেত্র। অথচ দিঘার মন্দিরে এমন কোনও ঐতিহাসিক বা ধর্মীয় সংযোগ নেই। তাই বিরোধীদের একাংশ এই নামকরণকে যথাযথ মনে করছেন না।

এই বিতর্কেই আরও ইন্ধন জুগিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি ছবি পোস্ট করে তিনি দাবি করেছেন, ‘জগন্নাথ ধাম’ লেখা সেই কাঠামো বিতর্কের চাপে সরিয়ে ফেলেছে প্রশাসন।

তবে স্থানীয় প্রশাসন ও তৃণমূল নেতাদের ব্যাখ্যা আলাদা। রামনগরের বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, “ওটা ছিল একেবারে অস্থায়ী কাঠামো। উদ্বোধনের সময় তৈরি হয়েছিল। কাজ শেষ হওয়ার পরে তা সরিয়ে ফেলা হয়েছে। চৈতন্য দ্বারের নির্মাণকাজ চলছে, সেটি শেষ হলে আবার নতুনভাবে বোর্ড বসানো হবে।”

এখন প্রশ্ন হল—আসলে কি শুধুই নির্মাণ কাজের জন্য সরানো হল, নাকি বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ?
দিঘার এই জগন্নাথ মন্দির নিয়ে রাজনৈতিক উত্তাপ যে এখনও অব্যাহত, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts