Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • ভারত বিশ্বচ্যাম্পিয়ন! স্মৃতি-শেফালি-দীপ্তির জাদুতে ক্রিকেট ইতিহাসে নতুন সকাল
জেলা

ভারত বিশ্বচ্যাম্পিয়ন! স্মৃতি-শেফালি-দীপ্তির জাদুতে ক্রিকেট ইতিহাসে নতুন সকাল

indian women team world cup
Email :4

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় অধরা স্বপ্ন—মহিলা বিশ্বকাপ (India Women World Cup 2025)। ২০০৫, ২০১৭—দু’দু’বার স্বপ্নভঙ্গের যন্ত্রণা বয়ে বেড়িয়েছে গোটা দেশ। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতে (India Women World Cup 2025) ইতিহাস গড়ল ভারতীয় মেয়েরা। নবি মুম্বইয়ের গ্যালারিতে তখন ঢেউ তুলছে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি, ডি ওয়াই পাটিল স্টেডিয়াম সাক্ষী থাকল এক নতুন উদযাপনের।

টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলফার্ট ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন (India Women World Cup 2025)। আর্দ্র আউটফিল্ডে শুরুটা ধীর হলেও স্মৃতি মন্ধানা আর শেফালি বর্মার চোখে তখন কেবল জয়ের স্বপ্ন। ১৮ ওভারে শতরানের জুটি স্থাপন করে চাপে ফেললেন প্রোটিয়াদের (India Women World Cup 2025)। স্মৃতি ৪৫ রানে ফিরলেও শেফালি যেন আগুন, ইস্পাত আর আবেগের মিশ্রণ! হ্যামস্ট্রিং চোট সামলে ৭৮ বলে ৮৭ রানের ইনিংস। শতরান মিস হলেও এই ইনিংসই ম্যাচের ছন্দ তৈরি করে দিল।

হরমনপ্রীত বড় রান না পেলেও (২০), রিচা ঘোষের ২৪ বলে ৩৪ রানের আক্রমণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দীপ্তি শর্মার ধীরস্থির ৫০ ইনিংসের ভরসায় ভারতীয় ইনিংস থামে ২৯৮ রানে। আরও বাড়তে পারত স্কোর, তবে সেই রানই পরে হয়ে ওঠে সোনার অক্ষরে লেখা।

টার্গেটের পিছনে ছুটতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই ধাক্কা খায় রান আউটের মাধ্যমে (India Women World Cup 2025)। তাজমিন ব্রিটস থামেন ২৩-এ। কিন্তু লরা উলফার্টের সেঞ্চুরি আর সুনে লুসের ব্যাটিংয়ে একসময় ম্যাচ দক্ষিণ আফ্রিকার দিকেই ঝুঁকে যাচ্ছিল। ঠিক তখনই হরমনপ্রীতের সিদ্ধান্ত—বল তুলে দেন শেফালির হাতে। আর সেখানে বাজিমাত। লুস এবং মারিজান ক্যাপকে ফেরান তিনি। ভারত ম্যাচে ফেরে।

তারপর আসে সেই দৃশ্য—যা ইতিহাস হয়ে থাকবে। লরা উলফার্ট যখন দেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন, তখন দীপ্তির বল লাফিয়ে ওঠে আকাশে। তিনবার চেষ্টা করে অমনজ্যোত এক হাতে ক্যাচ ধরে ফেলতেই যেন থমকে যায় বিশ্ব। আর সেই মুহূর্তেই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন।

দীপ্তি শর্মার ৫ উইকেট, শেফালির স্নায়ু-চাপজয়ী জোড়া আঘাত এবং স্মৃতি-শেফালির ব্যাটিং—সব মিলিয়ে ভারত পাবে বিশ্বচ্যাম্পিয়নের সম্মান।

১৪০ কোটি হৃদয়ের স্বপ্নপূরণ…
অশ্রুভেজা চোখ, আবেগের বিস্ফোরণ, গর্বে ভরপুর এক নবজাগরণের দিন।
এখন থেকে ক্রিকেট ইতিহাস লিখবে—১৯৮৩, ২০১১, ২০২৫।

ভারতীয় মেয়েরা প্রমাণ করল—অসম্ভব বলে কিছু নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts