গত বছরের ডিসেম্বরে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Babri Masjid)। কোরান পাঠের মাধ্যমে শিলান্যাসও করা হয়। সেই ঘোষণার পর থেকেই অনুদান আসতে শুরু করেছে বলে জানান তিনি। এবার মসজিদ কোথায় তৈরি হবে, কে নির্মাণ করবে এবং কবে কাজ শুরু হবে, সেই সব তথ্য প্রকাশ্যে আনলেন হুমায়ুন কবীর (Babri Masjid)।
সোমবার কলকাতায় এসে ব্রিগেড গ্রাউন্ড পরিদর্শন করেন হুমায়ুন। সম্প্রতি তিনি ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন (Babri Masjid)। সেই দলের সভার জন্য ব্রিগেডে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে ব্রিগেড পরিদর্শনের সময় বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মসজিদ নির্মাণ নিয়ে বিস্তারিত জানান বিধায়ক।
হুমায়ুন কবীর বলেন, বাবরি মসজিদ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে বেঙ্গালুরুর একটি নির্মাণকারী সংস্থাকে। সোমবারই ওই সংস্থার প্রতিনিধিরা কলকাতায় এসে তাঁর সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার তাঁরা নির্মাণস্থল পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি (Babri Masjid)।
বিধায়কের দাবি, মুর্শিদাবাদের বেলডাঙায় ৩০ বিঘা জমি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। সেই জায়গাতেই মসজিদ নির্মাণ হবে। জাতীয় সড়ক থেকে প্রায় ৮০ ফুট দূরত্ব রেখে মূল কাঠামো তৈরি করা হবে। জমির সয়েল টেস্ট সম্পূর্ণ হওয়ার পরই নির্মাণকাজ শুরু হবে। তার আগে এক লক্ষ কণ্ঠে কোরান পাঠের আয়োজন করা হবে বলেও জানান হুমায়ুন কবীর। তাঁর দাবি, আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই নির্মাণকাজ শুরু হয়ে যাবে।
একইসঙ্গে নিজের রাজনৈতিক পরিকল্পনার কথাও জানান হুমায়ুন কবীর। তিনি বলেন, আগে ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার কথা বলা হলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ব্রিগেড গ্রাউন্ডে প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত নিয়ে একটি বড় সমাবেশ করার পরিকল্পনাও রয়েছে। জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির মধ্যেই সেই ব্রিগেড সমাবেশ হবে বলে দাবি করেন তিনি।








