Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Humayun Kabir: তৃণমূলে রাত-বিরেতে শুভেন্দুর ভেট! বিধায়কের বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য
জেলা

Humayun Kabir: তৃণমূলে রাত-বিরেতে শুভেন্দুর ভেট! বিধায়কের বিস্ফোরক অভিযোগে চাঞ্চল্য

humaun kabir
Email :107

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিস্ফোরক মন্তব্য ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। তিনি (Humayun Kabir) দাবি করেছেন, জেলার একাংশ তৃণমূল নেতা রাতে গোপনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে “ভেট” পাঠাচ্ছেন। এই মন্তব্যে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে দ্বন্দ্ব। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরি সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন— “প্রমাণ দাও, নাম বলো।”

হুমায়ুন (Humayun Kabir) বলেন, “এই জেলার বড় বড় নেতা যারা পদ আঁকড়ে বসে আছেন, তাঁরা দিনের বেলা তৃণমূল করেন আর রাতের অন্ধকারে শুভেন্দুর কাছে লোক পাঠান। জেলার বহু এমএলএ-র সঙ্গে শুভেন্দুর যোগাযোগ রয়েছে।”

রবিউল পাল্টা প্রশ্ন তুলেছেন, “যদি এমন কিছু হয়ে থাকে, তা হলে কারা করছে সেটা বলুন। নাম না বললে এই অভিযোগ ভিত্তিহীন।”

এই গৃহবিবাদে শান দিচ্ছে বিজেপি। বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র কটাক্ষ করে বলেন, “হুমায়ুন (Humayun Kabir) নিজেই তো শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন না তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু চেয়েছিলেন, কিছুই পাননি। তাই হতাশ হয়ে মিডিয়ায় বিষ উগরে দিচ্ছেন।”

তৃণমূলের অন্দরকলহকে হাতিয়ার করে এবার সরব হয়েছে সিপিএমও। দলবদল, চাপা অসন্তোষ এবং গোপন যোগাযোগের অভিযোগে জেলায় নতুন করে তৃণমূলের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts