Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • শ্রাবণে শিব দর্শনের পথে মৃত্যু! কৈলাশে বরফ-ঝড়ে নিথর ত্রিবেণীর যুবক
জেলা

শ্রাবণে শিব দর্শনের পথে মৃত্যু! কৈলাশে বরফ-ঝড়ে নিথর ত্রিবেণীর যুবক

hoogly aaa
Email :9

হিমাচলপ্রদেশের দুর্গম কিন্নর কৈলাশে পাড়ি দিয়ে চিরবিদায় নিলেন হুগলির ত্রিবেণীর এক যুবক। শ্রাবণ মাসে শিব দর্শনের উদ্দেশ্যে পুণ্যযাত্রায় বেরিয়ে প্রাণ হারালেন রাজীব কুণ্ডু নামে বছর ৩৮-এর ওই বাঙালি পর্যটক (Hoogly)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, যখন কিন্নর কৈলাশ থেকে ফেরার পথে হঠাৎ প্রবল ঠান্ডা, তুষারপাত ও অক্সিজেনের ঘাটতিতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি (Hoogly)। অবশেষে বেস ক্যাম্পে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হুগলির ত্রিবেণী বেণীমাধবতলার বাসিন্দা রাজীব কুণ্ডু গত ১ অগস্ট হিমাচলের উদ্দেশ্যে রওনা দেন আরও চার সঙ্গীর সঙ্গে (Hoogly)। তাঁদের লক্ষ্য ছিল পবিত্র কিন্নর কৈলাশে যাত্রা সম্পন্ন করা। দলের তিনজন কৈলাশে পৌঁছলেও, ফেরার সময়ই ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং অক্সিজেনের অভাবে রাজীবের অবস্থার দ্রুত অবনতি হয়। বুধবার তাঁর দেহের ময়নাতদন্তের কথা জানিয়েছে প্রশাসন।

তবে এখানেই শেষ নয়। মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে প্রশাসনের তরফে কোনো সাড়া না মেলায় হতাশ ও অসহায় অবস্থায় রয়েছে রাজীবের পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।

রাজীবের জামাইবাবু জানান, “পরিবারের আর্থিক অবস্থা ভীষণ খারাপ। রাজীব টোটো চালিয়ে সংসার চালাত। বাড়িতে বৃদ্ধা মা ও ভাই রয়েছে। শিবভক্ত রাজীব অমরনাথ ঘুরে আসার পর এই শ্রাবণ মাসেও কৈলাশ যাত্রায় গিয়েছিল। কিন্তু শ্বাসকষ্ট আর ঠান্ডায় ওখানেই সব শেষ। এখন দেহ ফিরিয়ে আনার মতো ক্ষমতা আমাদের নেই।”

ঘটনায় শোক প্রকাশ করে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানান, “আমাদের এলাকার এক যুবক এভাবে মারা গিয়েছেন। আমরা পরিবারের পাশে আছি। মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি পৌঁছে দিয়েছি। সবরকম সহায়তা করা হবে।”

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts