প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা। সোমবার হুগলির (Hoogly) চুঁচুড়ায় নিজের বাড়ি ‘কুঁড়েঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
কৃপাসিন্ধু সাহা একসময় ধনিয়াখালি (Hoogly) বিধানসভা কেন্দ্র থেকে টানা আটবার নির্বাচিত হয়েছিলেন। শেষবার ২০০১ সালে বিধায়ক হন তিনি। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। এর আগে তিনি হুগলি জেলা (Hoogly) ফরোয়ার্ড ব্লকের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।
তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৬৭ সালে, যখন প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতেন তিনি। দলমত নির্বিশেষে মানুষের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। ধনিয়াখালিতে ফরোয়ার্ড ব্লককে শক্তিশালী করতে তাঁর অবদান অপরিসীম।
তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ, এবং ফরোয়ার্ড ব্লকের জেলা চেয়ারম্যান সুনীল সাহা উপস্থিত ছিলেন। জেলা চেয়ারম্যান সুনীল সাহা বলেন, “একসময় তিনি দাপুটে নেতা ছিলেন। বামফ্রন্টের সময়কালে ধনিয়াখালির রাজনীতিতে তাঁর অবদান অস্বীকার করা যাবে না।”