হুগলির (Hoogly) চুঁচুড়া পুরসভা এলাকায় এক ডাস্টবিন পরিষ্কারের সময় উদ্ধার হল মানুষের খুলি ও কঙ্কাল! সকালে সাফাইকর্মীরা যখন দাসপাড়ার একটি ডাস্টবিন পরিষ্কার করছিলেন, তখন হঠাৎই এক প্লাস্টিক মোড়ানো প্যাকেটে বেলচা আটকে যায়। কালো রঙের সেই প্লাস্টিকটি সরাতেই খুলে পড়ে মুখ বাঁধা গিঁট। আর তার ভেতর থেকে বেরিয়ে আসে রোমহর্ষক দৃশ্য—একটি মানুষের খুলি ও হাড়গোড় (Hoogly)।
এই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন কর্মীরা (Hoogly)। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ওই কঙ্কাল উদ্ধার করে। মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কৌতূহলী জনতা ভিড় করে ঘটনাস্থলে (Hoogly)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কঙ্কালটি (Hoogly) একেবারে শুকনো ও পুরোনো। তবে ঠিক কীভাবে বা কে এটি ফেলে গেল—তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলের আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে সমস্যায় পড়ছে পুলিশ। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সম্প্রতি ওয়ার্ডে কারও মৃত্যুর খবর নেই। সেক্ষেত্রে অনুমান, বাইরে থেকে কেউ কঙ্কালটি এনে এখানে ফেলে দিয়ে গিয়েছে ।
পুলিশ আরও জানাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান বা ফরেনসিক চর্চার জন্য ব্যবহৃত কঙ্কাল অনেক সময় বেআইনিভাবে সংগ্রহ করা হয়ে থাকে। প্রাথমিকভাবে যেহেতু কঙ্কালটি পুরোনো, তাই এটি কোথাও থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে কিনা, বা অন্য কোনও অপরাধ লুকোতে কেউ এটি সরিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
কঙ্কালটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশের তরফে কেস রেজিস্টার করে তদন্ত শুরু হয়েছে।