নীল ঝকঝকে আকাশে টুকরো টুকরো তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। চারিদিকে পুজোপুজো গন্ধ (Heavy Rain)। মাসের শেষে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। অনেকেই ইতিমধ্যেই প্ল্যানিং সেরে ফেলেছেন— কে কোন দিন প্যান্ডেল ঘুরবেন, কে কোথায় খাওয়া-দাওয়া করবেন। কিন্তু এই আনন্দের মাঝেই নতুন চিন্তার খবর শোনালো আবহাওয়া দফতর। সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির (Heavy Rain) আশঙ্কা করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে— বৃষ্টিতে ভেস্তে যাবে না তো এবারের পুজোর আনন্দ?
মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস বলছে, সেপ্টেম্বর মাসে গোটা দেশেই স্বাভাবিকের থেকে প্রায় ৯ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে (Heavy Rain)। দক্ষিণবঙ্গেও এর প্রভাব পড়বে। জুন থেকে অগস্ট পর্যন্ত ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ১৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এবার সেপ্টেম্বরে আবার নতুন করে অতিবৃষ্টির সতর্কবার্তা মিলেছে (Heavy Rain)।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মহালয়ার আগে ও পরের সপ্তাহেই অর্থাৎ ১৯ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি নামতে পারে। শুধু বাংলাই নয়, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডেও এই সময়ে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দুর্গাপুজোর ঠিক আগে রাজ্যকে কেমনভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
কিন্তু কেন এই আশঙ্কা? কারণ, জুন-জুলাইয়ের বৃষ্টিতেই নদী, খাল, জলাধার প্রায় ভর্তি হয়ে গিয়েছে। সেপ্টেম্বরে যদি আরও বেশি বৃষ্টি হয়, তাহলে তা প্লাবনের আকার নিতে পারে। বিশেষজ্ঞরা ১৯৭৮ সালের উদাহরণ টেনে এনেছেন। সেই বছর জুনে ২৫৩ মিলিমিটার, জুলাইয়ে ২৭৪.১ মিলিমিটার, অগস্টে ৩৪৯.১ মিলিমিটার এবং সেপ্টেম্বরে ভয়ঙ্করভাবে ৫৯১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই অতিবৃষ্টির ফলে দক্ষিণবঙ্গ জলে ডুবে গিয়েছিল।
তাহলে কি এবারও একই রকম বিপর্যয় হতে চলেছে? এখনও তার স্পষ্ট উত্তর মেলেনি। তবে অতিবৃষ্টির পূর্বাভাসে ইতিমধ্যেই শঙ্কিত সাধারণ মানুষ। পুজোর আনন্দে বৃষ্টি যদি ভাটা ফেলে, তবে বাঙালির বছরের সেরা উৎসবই মাটি হয়ে যাবে।