ভারতের মাটিতে নাগরিকত্ব? অথচ আসল পরিচয় বাংলাদেশের (Hasnabad)! এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে (Hasnabad)। অভিযোগ উঠেছে, আকবর আলি গাজি ও তাঁর স্ত্রী ফারহানা গাজি নামে এক বাংলাদেশি দম্পতি দীর্ঘদিন ধরে ভারতেই বসবাস করছেন এবং এরমধ্যেই তৈরি করে ফেলেছেন ভারতীয় পরিচয়পত্র! শুধু তাই নয়, তাঁদের নাম নাকি বাংলাদেশের ভোটার তালিকায়ও রীতিমতো জ্বলজ্বল করছে।
ঘটনার সূত্রপাত বসিরহাট মহকুমার হাসনাবাদ (Hasnabad) থানার মাখালগাছা পঞ্চায়েত এলাকাকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন ওই দম্পতি। প্রথমে আত্মীয় গিয়াসউদ্দিন গাজির বাড়িতে ওঠেন তাঁরা। তারপর থেকে সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন (Hasnabad)। তবে তাঁরা কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন—কোনও বৈধ নথি দেখিয়ে, নাকি চুপিসারে অনুপ্রবেশ করেছিলেন—সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
সবচেয়ে বিস্ময়ের বিষয়, দীর্ঘদিন ধরে এদেশে বসবাস করার পাশাপাশি এঁরা ভারতের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করিয়ে ফেলেছেন বলেও অভিযোগ (Hasnabad)। অর্থাৎ তাঁদের হাতে রয়েছে ভারতীয় ভোটার কার্ড! এই অভিযোগ ঘিরেই এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় পঞ্চায়েত সদস্য ইবাদুল সানা জানিয়েছেন, ২০২৩ সালে তিনি দায়িত্বে আসার পর থেকেই বিষয়টি নিয়ে থানা ও জেলাশাসককে একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে (Hasnabad)। তিনি দাবি করেন, পঞ্চায়েত এলাকায় ওই দম্পতির বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ আগেও উঠেছিল, এবার সেটিই প্রমাণের দিকে এগোচ্ছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই খবর সামনে আসতেই আকবর আলি গাজি ও ফারহানা গাজি গা ঢাকা দিয়েছেন বলে খবর (Hasnabad)। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এই দম্পতি আদৌ বৈধভাবে ভারতে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখা জরুরি। যদি প্রমাণিত হয়, তাঁরা জাল পরিচয়পত্র ব্যবহার করেছেন, তাহলে এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তাও তদন্তের বিষয়।
এখনই পুলিশ ও প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলে জানা গেছে। ইতিমধ্যেই ভোটার তালিকা ও পরিচয়পত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, শুধুমাত্র এই দম্পতি নয়, এমন আরও অনুপ্রবেশকারী রয়েছে কি না, তা এখনই খুঁজে বার করা প্রয়োজন।