Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গলসিতে টাকার বান্ডিল হাতে তৃণমূল নেতা-বিধায়ক! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী বলছেন অভিযুক্তরা?
জেলা

গলসিতে টাকার বান্ডিল হাতে তৃণমূল নেতা-বিধায়ক! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী বলছেন অভিযুক্তরা?

galsi viral video
Email :2

পূর্ব বর্ধমানের গলসিতে তৃণমূলের অন্দরে ফের বিস্ফোরণ (Golsi Viral Video)! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই, গলসি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল এবং সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায়— তিনজনেই বসে টেবিলের উপর বান্ডিল বান্ডিল টাকা গুনছেন ও ভাগ করছেন (Golsi Viral Video)। ব্যাগভর্তি টাকা টেবিলে নামিয়ে দিচ্ছেন অনুপ চট্টোপাধ্যায়, তারপর পার্থ মণ্ডল সেই টাকা গুনে গুনে দিচ্ছেন বিধায়ক নেপাল ঘোড়ুইকে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় (Golsi Viral Video)।

ভিডিয়োতে(Golsi Viral Video) আরও দেখা যাচ্ছে, বিধায়কের পাশে বসে সিগারেটে টান দিতে দিতে কিছু লিখছেন অনুপ চট্টোপাধ্যায়। আশপাশে ছড়ানো নোটের বাণ্ডিল। প্রশ্ন উঠেছে, এত টাকা কোথা থেকে এল? কীসের ভাগাভাগি হচ্ছিল সেখানে?

গলসির রাজনৈতিক মহলে গুঞ্জন, অনুপ চট্টোপাধ্যায় বর্তমানে গলসি ১ পঞ্চায়েত সমিতির সবচেয়ে প্রভাবশালী নেতা (Golsi Viral Video)। বলা হয়, পার্থ মণ্ডল তাঁর ঘনিষ্ঠ, তিনিই আবার বিধায়ক নেপাল ঘোড়ুইয়েরও নিকট সহযোগী। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত সমিতির প্রায় সব সিদ্ধান্তই নেয় এই দুই নেতা।

দুর্নীতির অভিযোগ গলসিতে নতুন নয়। বছর দু’য়েক আগে অভিযোগ ওঠে— কোনও টেন্ডার ছাড়াই এবং কাজ না করেই মিড-ডে মিলের রান্নাঘর সংস্কারের ১৩ লক্ষ টাকারও বেশি পেয়েছিলেন অনুপবাবুর ঘনিষ্ঠ এক ঠিকাদার। অভিযোগ প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি কাজ শুরু করেছিলেন তৎকালীন বিডিও দেবলীনা দাস।

তবে ভাইরাল ভিডিয়ো নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এটা অনেক পুরনো ভিডিয়ো। মাত্র দেড় লক্ষ টাকা ছিল, যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন কাজে ভেন্ডারদের পাওনা ভাগ হচ্ছিল।” একই সুরে বিধায়ক নেপাল ঘোড়ুই বলেন, “আমি কোনও টাকা নিচ্ছি না। ওই সময় বড় বড় কাজের জন্য একাধিক ভেন্ডার ডাকা হয়েছিল। কে কত টাকা পাবে, সেটাই ভাগ হচ্ছিল। বিজেপি এখন মিথ্যা প্রচার ছাড়া কিছুই জানে না।”

যদিও বিরোধীরা বলছে, এটাই প্রমাণ যে তৃণমূলের দুর্নীতি শিকড় পর্যন্ত গেড়ে বসেছে। বিজেপির অভিযোগ, “এটাই তৃণমূলের প্রকৃত চেহারা। সরকারি টাকার ভাগাভাগি চলছে নেতাদের টেবিলে।”

ভিডিয়োর (Golsi Viral Video) সত্যতা এখনও যাচাই করা হয়নি। তবে গলসির রাজনীতিতে এই ভিডিয়ো এখন তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষের প্রশ্ন— যদি সত্যিই নির্বাচনী ভেন্ডারের টাকা হয়, তবে এতদিন পরে কেন ভাইরাল হল ভিডিয়ো? আর যদি তা না হয়, তবে ঠিক কোন টাকার ভাগাভাগি হচ্ছিল সেখানে?

পূর্ব বর্ধমানের গলসি এখন একটাই নাম ঘুরছে মুখে মুখে — “টাকার টেবিলে তৃণমূল!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts