সদ্য উদ্বোধন হয়েছে গঙ্গাসাগর মেলা। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হওয়ার কথা। তার ঠিক আগের মুহূর্তেই ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire Breaks Out) আতঙ্ক ছড়াল সাগরদ্বীপে। মেলা প্রাঙ্গনের একাধিক অস্থায়ী ছাউনিতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে ছাউনিগুলি। আগুনের মাঝেই ভিতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কোনও গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন (Fire Breaks Out)।
মকর সংক্রান্তির পুণ্যস্নানকে কেন্দ্র করেই প্রতি বছর গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়। এবারও ইতিমধ্যেই সাধারণ মানুষের আনাগোনা শুরু হয়ে গিয়েছে (Fire Breaks Out)। সেই ভিড় বাড়ার আগেই ভোররাতে ঘটে গেল এই অগ্নিকাণ্ড। শুক্রবার ভোরে মেলার ২ নম্বর স্নানঘাট এলাকায় মেলার জন্য তৈরি একাধিক অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। শুকনো পাতা ও দাহ্য সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাউনিগুলিতেও।
আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবিরে। আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় মানুষজনই নেভানোর চেষ্টা করেন। তবে অস্থায়ী ছাউনিগুলি অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এবং পাঁচটি ফায়ার ফাইটিং বাইক ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের (Fire Breaks Out) জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পৌঁছান সাগরের বিডিও কানাইয়াকুমার রায় সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার উদ্বোধন হয়েছে। তার একদিনের মধ্যেই এই দুর্ঘটনা মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।











