Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • অল্পের জন্য বাঁচল শতাধিক যাত্রী! চলন্ত এক্সপ্রেসে হঠাৎ ভেঙে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কে দিশেহারা সবাই
জেলা

অল্পের জন্য বাঁচল শতাধিক যাত্রী! চলন্ত এক্সপ্রেসে হঠাৎ ভেঙে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কে দিশেহারা সবাই

train a
Email :5

মালদহ-আজিমগঞ্জ এক্সপ্রেসে ভয়ঙ্কর বিপত্তি ঘটল নিউ ফরাক্কা (Farakka) স্টেশনের কাছে। হঠাৎ করেই চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল বিদ্যুতের তার। আর কয়েক সেকেন্ডের ব্যবধানেই ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা।

শনিবার সকালবেলা মালদহ থেকে আজিমগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিল এক্সপ্রেস ট্রেনটি (Farakka)। নিউ ফরাক্কায় (Farakka)ঢোকার মুখে হঠাৎই ছিঁড়ে গিয়ে পড়ে বিদ্যুতের তার। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায় ট্রেন। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কেউ জানত না এরপর কী ঘটতে চলেছে। ধীরে ধীরে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় স্টেশনে। সকাল ১০টা বেজে ১৪ মিনিট পর্যন্ত ট্রেনটি থেমে ছিল বলে জানা গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, রক্ষণাবেক্ষণের অভাবের কারণে নাকি অন্য কোনও কারণে—তা খতিয়ে দেখা হচ্ছে (Farakka)।

স্থানীয়রা বলছেন, ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্যারেজে ঢোকার একেবারে আগে। যদি ব্যারেজের উপরেই ট্রেনটি দাঁড়িয়ে যেত, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতো। যাত্রীদের কোথায় নামানো যেত, তা নিয়েও বড় প্রশ্ন উঠছে।

এর আগেও এ ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একাধিক ট্রেন। কয়েকদিন আগেই সোনারপুরে ক্যানিং লোকালের সামনে পড়েছিল একটি ছোট হাতি গাড়ি। লেভেল ক্রসিং না থাকায় ট্রেনটি গাড়িটিকে টেনে নিয়ে যায় খানিকটা দূর পর্যন্ত। সৌভাগ্যবশত চালক আগেই নেমে পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts