যে প্রশ্ন এক দিন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের মুখে শোনা গিয়েছিল, এ বার সেই প্রশ্নই উঠল জাতীয় নির্বাচন কমিশনের চিঠিতে (Election Commission)। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে গিয়ে বাধার মুখে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল কমিশন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে চিঠি পাঠিয়ে বিশেষ পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন (Election Commission)।
ঘটনাটি ঘটে গত সোমবার। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে একটি স্কুলে এসআইআর শুনানি কেন্দ্রের নথি (Election Commission) খতিয়ে দেখতে গিয়েছিলেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। সেই সময় কিছু অজ্ঞাত পরিচয়ের লোক স্কুল চত্বরে ভিড় করতে শুরু করে। পরিস্থিতি আঁচ করে আগেই সেখানে পৌঁছয় উস্থি থানার পুলিশ। তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কিন্তু সমস্যা তৈরি হয় পরে। স্থানীয় একটি আইটিআই কলেজের দিকে যাওয়ার পথে বিশেষ পর্যবেক্ষকের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা (Election Commission)। গাড়ির লক ভেঙে চালককে টেনে নামানোরও চেষ্টা করা হয়। সেই সময় মুরুগান জানান, তিনি নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করতে এসেছেন। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তিনি পরে কমিশনের কাছে পাঠান। ঘটনার দু’দিনের মধ্যেই নয়াদিল্লিতে সেই রিপোর্ট জমা পড়ে।
বিশেষ পর্যবেক্ষকের রিপোর্ট পাওয়ার পরই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজিকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, মহকুমা শাসক ও জেলার পুলিশ সুপারকে আগেই বিশেষ পর্যবেক্ষকের কর্মসূচি জানানো হয়েছিল। তা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। কমিশনের মতে, কোনও নিরাপত্তা ছাড়াই বিশেষ পর্যবেক্ষককে কাজ করতে হওয়া রাজ্যের পুলিশ প্রশাসনের গুরুতর গাফিলতির প্রমাণ।
এই ঘটনার পর রাজ্য পুলিশের কাছে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়েছে কমিশন। অর্থাৎ ঘটনার পর কী কী পদক্ষেপ করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামী ৬ জানুয়ারি, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সেই রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতের জন্য কড়া নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, আগামী দিনে যখনই কোনও ইলেক্টোরাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক রাজ্যের কোনও এলাকায় পরিদর্শনে যাবেন, তখন তাঁদের সঙ্গে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা এবং অন্তত একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক রাখতেই হবে।











