Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • কলকাতা হাইকোর্টের মহিলা বিচারপতিরা হাজির দুর্গাপুরে! কী ঘটল সেই বৈঠকে জানুন বিস্তারিত
জেলা

কলকাতা হাইকোর্টের মহিলা বিচারপতিরা হাজির দুর্গাপুরে! কী ঘটল সেই বৈঠকে জানুন বিস্তারিত

judge awoman
Email :5

কলকাতা হাইকোর্টের মহিলা বিচারপতিরা শনিবার দুর্গাপুরে (Durgapur) আসেন এক বিশেষ বৈঠকে যোগ দিতে। পশ্চিম বর্ধমানের মহকুমা শাসকের দফতরের কনফারেন্স রুমে এই বৈঠকের আয়োজন করা হয়। কলকাতা হাইকোর্টের জুভেনাইল জাস্টিস কমিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের যৌথ উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলার বিচারক ও প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন (Durgapur)। সকাল থেকেই মহকুমা শাসকের দফতরে নিরাপত্তার ব্যবস্থা কড়া করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন জুভেনাইল জাস্টিস কমিটির চেয়ারপার্সন বিচারপতি শম্পা সরকার, বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি স্মিতা দাস দে। সঙ্গে ছিলেন হাইকোর্টের জুভেনাইল জাস্টিস সেক্রেটারিয়েটের সেক্রেটারি মৌ চট্টোপাধ্যায় ও অ্যাডিশনাল সেক্রেটারি পায়েল বন্দ্যোপাধ্যায় (Durgapur)। এছাড়া চার জেলার জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারক এবং মহকুমা আদালতের বিচারকরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল জানান, বিচারপতি ও বিচারকরা আসায় যৌথভাবে কাজের দিক নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ, প্রশাসন এবং আদালত একসঙ্গে কাজ করলে কীভাবে অপরাধ কমানো যায়, কীভাবে সাধারণ মানুষকে আরও সচেতন করা যায়, সেই বিষয়গুলিই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts