আটদিনের চিকিৎসা শেষে দুর্গাপুরের মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া শুক্রবার (Durgapur Case)হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তবে তিনি হস্টেলে ফেরেননি। বর্তমানে তাকে কলেজ ক্যাম্পাসের একটি নিরাপদ ঘরে রাখা হয়েছে, সঙ্গে রয়েছেন তার মা। ঘরের বাইরে পুলিশের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
গত ১০ অক্টোবর কলেজের বাইরে জঙ্গলে ধর্ষণের শিকার হন ওই পড়ুয়া (Durgapur Case)। ঘটনার পর তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের তদন্তে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন কলেজের আশেপাশের গ্রামের যুবক, একজন অভিযুক্ত ওই তরুণীর সহপাঠী (Durgapur Case)। সব ধৃত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
মেডিক্যাল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্যাতিতার শারীরিক ও মানসিক পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে (Durgapur Case)। তার বাবা গোপন জবানবন্দি নেওয়ার পর মেয়েকে ওড়িশায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তবে এখনও সেই পদক্ষেপ নেওয়া হয়নি।
গত সোমবার ধৃতদের নিয়ে ঘটনাস্থল পুনর্নির্মাণ করা হয়। হাসপাতাল থেকে বেরোনোর পথ, কলেজের বাইরে তারা কোথায় গিয়েছিলেন এবং ধৃতদের পরনে থাকা পোশাকও উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রশাসন এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্কতা অবলম্বন করছে।