রাজ্যে অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিএসএফকে দায়ী করে আগেই ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর তার রেশ কাটতে না কাটতেই আরও বড় মন্তব্য করলেন তিনি। সীমান্ত খুলে দেওয়ার কথা সরাসরি বলেই নতুন করে ঝড় তুললেন রাজনীতির মাঠে। তাঁর বক্তব্য, এসআইআর নিয়ে আতঙ্কে যাঁরা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন, তাঁদের জন্য সীমান্ত খুলে দেওয়া উচিত। মানুষ যেদিকে যেতে চায়, যেতে দেওয়া হোক—এমন মন্তব্যে তোলপাড় হয়ে গেল রাজ্য রাজনীতি (Dilip Ghosh)।
শুক্রবার স্বরূপনগরে চা-চক্র কর্মসূচিতে গিয়ে অনুপ্রবেশ প্রসঙ্গে বিএসএফের দিকেই সরাসরি আঙুল তুলেছিলেন তিনি (Dilip Ghosh)। অভিযোগ করে বলেন, “পুলিশ হোক বা বিএসএফ—দুই পক্ষই পয়সার জন্য অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়। দায়ভার উভয়পক্ষের।” অনুপ্রবেশ নিয়ে বিজেপির চিরাচরিত অবস্থান থেকে পুরোপুরি আলাদা পথে হাঁটার পর রাতেই তিনি যান পানিহাটির একটি সভায় (Dilip Ghosh)। সেখানে সাংবাদিকরা সীমান্ত এলাকায় বাড়তে থাকা ভিড় এবং বাংলাদেশে ফেরার প্রবণতা নিয়ে তাঁকে প্রশ্ন করেন। আর সেখানেই বিস্ফোরণ ঘটে।
দিলীপ ঘোষ বলেন, “যদি কেউ বাংলাদেশ যেতে চায়, আমার মতে বর্ডার খুলে দেওয়া উচিত। ১৯৪৭-৪৮ সালে বাংলাদেশ আমাদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল। আজ উলটোটা হোক। যারা যেতে চাইছে—মাফিয়া হোক, গুন্ডা হোক, চোর-ডাকাত হোক—যাক না। দেশ একটু হালকা হবে।” তাঁর এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা ও সীমান্ত রক্ষার প্রশ্নে এমন মন্তব্য কি মোটেই গ্রহণযোগ্য? এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
পানিহাটির সভায় এসআইআর প্রসঙ্গেও সরব হন তিনি। রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনার কথা তুলে ধরে বলেন, দেশের অন্যান্য জায়গায় এসআইআর শান্তিপূর্ণভাবে চলছে। সাংবিধানিক ব্যবস্থাকে নিয়ে যে তৃণমূল “শোরগোল করছে”, তা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বলেই দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, ভারতের বাকি অংশে নাগরিকেরা নিজের দায়িত্বে ফর্ম পূরণ করছেন। কিন্তু রাজ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে।
সব মিলিয়ে অনুপ্রবেশ, বিএসএফের ভূমিকা এবং সীমান্ত খোলার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়ে দিলীপ ঘোষের মন্তব্য বিজেপির ভেতরেই নতুন প্রশ্ন তুলেছে। দলের শীর্ষ নেতৃত্ব এখন কী অবস্থান নেবে, তা নিয়েও জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে।












