Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “আমার মেয়েকে ফিরিয়ে দিন!” দেবের পায়ে পড়ে কাঁদলেন মা, নিখোঁজ নাবালিকাকে ঘিরে তোলপাড় ঘাটাল
জেলা

“আমার মেয়েকে ফিরিয়ে দিন!” দেবের পায়ে পড়ে কাঁদলেন মা, নিখোঁজ নাবালিকাকে ঘিরে তোলপাড় ঘাটাল

dev a
Email :4

“আমার মেয়েকে খুঁজে দিন… আমার মেয়েকে ফিরিয়ে দিন”—কাঁদতে কাঁদতে সাংসদ দেবের (Dev) পায়ে পড়ে এমনই হৃদয়বিদারক আবেদন করলেন এক অসহায় মা। ঘাটালের বীরসিংহে বুধবার সাংসদ যখন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, তখনই মুখোমুখি হলেন নিখোঁজ এক নাবালিকার অভিভাবকদের। দেবের (Dev) সামনে হাতজোড় করে কাতর মিনতি জানিয়ে মেয়েকে উদ্ধারের আর্জি জানান তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত ১১ জুলাই বিকেলে টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। কিন্তু এরপর আর সে বাড়ি ফেরেনি। দীর্ঘ ১৯ দিন কেটে গেলেও মেয়ের কোনও খোঁজ পাননি পরিবারের লোকজন। খড়ার পৌর এলাকার বাসিন্দা, নবম শ্রেণির ছাত্রীটি এ বছর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী এই ছাত্রী নিখোঁজ হয়ে যাওয়ায় হতাশ ও ভেঙে পড়েছেন তাঁর মা-বাবা।

তাঁদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও পুলিশ কোনও রকম সুরাহা করতে পারেনি। শেষমেশ বুধবার দেবের (Dev) সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে সরাসরি তাঁর কাছে আর্জি জানাতে ছুটে যান মা-বাবা। তাঁদের সঙ্গে ছিল বছর পাঁচেকের ছোট ছেলেও। দেব (Dev) তাঁদের একটি ফোন নম্বর দেন এবং বলেন, ওই নম্বরে সন্ধ্যার পর ফোন করে তাঁকে নিয়মিত আপডেট দিতে। পাশাপাশি তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলেও জানান।

মেয়েটির মা-বাবার অনুমান, মেয়ে একজন যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সম্ভবত তার সঙ্গেই কোথাও পালিয়ে গিয়েছে সে। ইতিমধ্যেই পরিবার ঘাটাল থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশও।

ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার বলেন, “নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ পূর্ণ মাত্রায় তদন্ত শুরু করেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের মা-বাবাকেও গ্রেফতার করা হয়েছে।”

এখন দেখার, প্রশাসনের এই পদক্ষেপে আদৌ মেয়েকে ফিরে পায় কিনা তার অসহায় পরিবার। মেয়ের মুখ ফের দেখতে চেয়ে অপেক্ষায় কাঁটছে প্রতিটি মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts