Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • লালকেল্লা বিস্ফোরণে বাংলার যোগ! উত্তর দিনাজপুর থেকে ধরা এমবিবিএস ছাত্র
জেলা

লালকেল্লা বিস্ফোরণে বাংলার যোগ! উত্তর দিনাজপুর থেকে ধরা এমবিবিএস ছাত্র

arrested
Email :15

দিল্লির লালকেল্লার বাইরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের তদন্ত এবার পৌঁছল বাংলায় (Delhi Blast)। উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার হলেন এক এমবিবিএসের ছাত্র—যাহ নিশার আলম। শুক্রবার ভোররাতে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-এর একটি বিশেষ দল হঠাৎই অভিযান চালিয়ে তাঁকে আটক করে (Delhi Blast)। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

যাহ নিশারের আদি বাড়ি পাঞ্জাবের লুধিয়ানা হলেও তাঁর পৈতৃক গ্রাম উত্তর দিনাজপুরের ডালখোলা থানার কোনাল গ্রামে (Delhi Blast)। তাঁর বাবা তৌহিদ আলম কর্মসূত্রে বহু বছর আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ী হন। কিন্তু গ্রামের সঙ্গে পরিবারের যোগাযোগ এখনও অটুট। ঠিক দুই দিন আগে পরিবারের এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতেই মা ও বোনের সঙ্গে কোনাল গ্রামে এসেছিলেন যাহ নিশার। সেই সফরই শেষ পর্যন্ত পরিণত হল নাটকীয় গ্রেফতারে (Delhi Blast)।

এনআইএ সূত্রে জানা গেছে, বিস্ফোরণ মামলার সূত্র ধরে প্রথমে তদন্তকারীরা লুধিয়ানায় পৌঁছয় এবং তৌহিদ আলমের সঙ্গে কথা বলেন। সেখান থেকেই নিশ্চিত হওয়া যায়, যাহ নিশার বর্তমানে উত্তর দিনাজপুরে রয়েছে। তৎক্ষণাৎ একটি দল উত্তরবঙ্গে পৌঁছয় এবং বৃহস্পতিবার গভীর রাত থেকেই তাঁরা সূর্যাপুর অঞ্চলে নজরদারি শুরু করেন (Delhi Blast)। তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মোবাইল টাওয়ার লোকেশন। যাহ নিশারের মোবাইল সিগন্যাল সূর্যাপুর বাজারেই ধরা পড়ে, এবং ভোরের আগে তাঁকে আটক করা হয়।

অভিযানের পর তাঁকে প্রথমে ইসলামপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। এনআইএ এখন তাঁর ফোন, ডিজিটাল তথ্য এবং লুধিয়ানার যোগাযোগগুলি খতিয়ে দেখছে।

অন্যদিকে, গ্রেফতারের খবর শুনে হতবাক পরিবার ও স্থানীয় বাসিন্দারা। যাহ নিশারের কাকা আবুল কাশেম বলেন, “ও খুব শান্ত, ভদ্র, পড়াশোনায় মন দেওয়া ছেলে। কোনওদিন খারাপ কিছুতে যুক্ত ছিল বলে আমাদের কখনও মনে হয়নি।” গ্রামের লোকেরাও জানাচ্ছেন, তাঁর আচার-আচরণ, স্বভাব—সবকিছুই ছিল নিস্তরঙ্গ। তাই এমন বড় বিস্ফোরণ মামলায় তাঁর নাম উঠে আসায় সবাই হতচকিত।

তদন্তকারীরা এখন যাচাই করছেন, কোনও যোগাযোগ বা অনলাইন ক্রিয়াকলাপের সূত্র কি তাঁকে মামলার কেন্দ্রে এনেছে, নাকি অন্য কোনও বড় নেটওয়ার্কের অংশ তিনি—এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তৎপর এনআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts