Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ডুবুরি নামিয়েও মিলছিল না হদিস, অবশেষে বাগানে মিলল ব্যবসায়ীর দেহ
জেলা

ডুবুরি নামিয়েও মিলছিল না হদিস, অবশেষে বাগানে মিলল ব্যবসায়ীর দেহ

dead
Email :37

১৮ দিন নিখোঁজ থাকার পর অবশেষে মিলল ব্যবসায়ী গণেশ সরকারের মৃতদেহ (DeadBody)। ইছামতি নদীর পাড়ের টিপির ঘাট সংলগ্ন এক বাগানের মধ্যে থেকে উদ্ধার হয়েছে তাঁর পচা-গলা দেহ। স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে (DeadBody)।

চারঘাটের ভূমিতলা গ্রামের বাসিন্দা গণেশ সরকার ১৩ অগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন (DeadBody)। পরিবার এবং গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে খোঁজ চালালেও কোনও হদিস মেলেনি। এমনকি ইছামতি নদীতে ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু তাতেও ব্যর্থতা আসে। অবশেষে রবিবার রাতে টিপির ঘাটের পাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় (DeadBody)।

পরিবারের অভিযোগ, গণেশকে খুন করা হয়েছে। তারপর দেহ ফেলে রাখা হয়েছিল বাগানের ভেতর। দেহ উদ্ধারের পরই কান্নার রোল উঠেছে পরিবারে। তাঁদের সোজাসাপটা দাবি—এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। খুব শীঘ্রই ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিষয়টি হয়তো ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক বিবাদ অথবা অন্য কোনও রহস্যজনক কারণে ঘটতে পারে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts