ধীরে ধীরে ধার কমছে শীতের। টানা চার দিন কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থার পর কিছুটা স্বস্তি মিলল শহরবাসীর। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে এল ১২ ডিগ্রির ঘরে। আলিপুরে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস (Weather Update)। সামান্য হলেও তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়।
তবে এখনই জাঁকিয়ে শীত বিদায় নিচ্ছে না। আবহাওয়াবিদদের মতে, শনিবার আবারও কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১১ ডিগ্রির ঘরে (Weather Update)। রবিবার থেকে ধীরে ধীরে পারদ ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী চার থেকে পাঁচ দিন শীতের প্রভাব বজায় থাকবে বলেই পূর্বাভাস। সকালের দিকে রাজ্যের বেশ কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৮ ডিগ্রি কম ছিল (Weather Update)।
কলকাতার পারদ কিছুটা বাড়লেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এখনও হাড় কাঁপানো ঠান্ডা। শুক্রবার শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীতের মরসুমে এখনও পর্যন্ত সর্বনিম্ন। বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের কাছাকাছি।
উত্তরবঙ্গেও শীতের দাপট কমার কোনও লক্ষণ নেই। কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে আগামী ৪৮ ঘণ্টা। দিনভর ঠান্ডার অনুভূতি থাকবে সেখানে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই সব এলাকাতেও দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে।
অন্য দিকে, উত্তর ভারতের রাজধানী দিল্লিতেও কনকনে শীত শুরু হয়েছে। শুক্রবার এই মরসুমে প্রথম বার দিল্লির তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রির নীচে। সফদরজং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
বাংলার বিভিন্ন জেলায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রার ছবিও বেশ স্পষ্ট। দার্জিলিংয়ে পারদ নেমেছে ১.৮ ডিগ্রিতে। শ্রীনিকেতন ৫.৬, জলপাইগুড়ি ৬.৬, কোচবিহার ৭, সিউড়ি ৭.২, বাঁকুড়া ৭.৪, কল্যাণী ৭.৫, ঝাড়গ্রাম ৭.৮ ডিগ্রি। পুরুলিয়া ও আসানসোলে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি, বর্ধমান ও বহরমপুরে ৯ ডিগ্রি। কাঁথি ও ব্যারাকপুরে ১০ ডিগ্রি, দমদমে ১১.৪ ডিগ্রি এবং আলিপুরে ১২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।













