Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • Murshidabad: আর ঘরে বসে নয়, এবার ময়দানে নামতে হবে! মুর্শিদাবাদ থেকে বিধায়কদের কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর
জেলা

Murshidabad: আর ঘরে বসে নয়, এবার ময়দানে নামতে হবে! মুর্শিদাবাদ থেকে বিধায়কদের কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর

Email :23

মুর্শিদাবাদের (Murshidabad) অশান্তি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় এক মাস পর গ্রামে গ্রামে ফিরছেন আতঙ্কে ঘরছাড়া মানুষজন (Murshidabad)। এই প্রেক্ষিতেই সোমবার মুর্শিদাবাদ সফরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন—আর ঘরে বসে নয়, এবার ময়দানে নামতে হবে (Murshidabad)।

সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট ভাষায় জানান, সামনে নির্বাচন। এই পরিস্থিতিতে শুধু দলীয় কর্মী নয়, প্রশাসনেরও উচিত আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানো। পুলিশ-প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা যেন অটুট থাকে, সেই বিষয়ে সবাইকে নজর দিতে হবে বলেও নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, “মানুষের পাশে থাকাই এখন প্রাথমিক দায়িত্ব। ঘরে বসে থাকলে চলবে না। সক্রিয় হতে হবে।”

প্রসঙ্গত, মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তির ঘটনায় কড়া সমালোচনায় মুখর হয়েছে বিজেপি-সহ একাধিক বিরোধী দল। পরিস্থিতি শান্ত হলেও রাজনৈতিক উত্তাপ রয়েছে বইকি। এরই মাঝে মুখ্যমন্ত্রীর এই সফর এবং নির্দেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের দেরিতে সফরে আসা প্রসঙ্গেও মন্তব্য করেন। তাঁর বক্তব্য, “আমি আরও আগেই আসতে পারতাম। কিন্তু মনে করেছি, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে আমার সফর শুধু অশান্তি বাড়াতে পারে। তাই এখন এসেছি, যখন এখানে শান্তি ফিরেছে।”

সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের সফরকে ঘিরে দলীয় স্তরে যেমন চাঙ্গা হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, তেমনই প্রশাসনিক স্তরেও দিলেন সক্রিয়তার কড়া নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts