বগটুই কাণ্ডে বড় মোড়! তদন্তে প্রবল সমস্যায় পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। এবার এই চাঞ্চল্যকর মামলার বিচার প্রক্রিয়া বীরভূমের বাইরে সরিয়ে নেওয়ার আবেদন জানালো সিবিআই। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা রুজু হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, বীরভূম জেলাতেই মামলার বিচার হওয়ায় সাক্ষীরা নির্ভয়ে ও নিরপেক্ষভাবে সাক্ষ্য দিতে পারছেন না। তদন্ত ব্যাহত হচ্ছে। তাই মামলাটি অন্য কোনও জেলার আদালতে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হোক, এই মর্মে আর্জি জানিয়েছে সিবিআই। আগামী ৫ আগস্ট, সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
২০২২ সালের ২১ মার্চ রাতে সারা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল রামপুরহাটের বগটুই। জাতীয় সড়কের ধারে বোমা মেরে খুন করা হয় তৃণমূলের দাপুটে নেতা ও স্থানীয় বড়শাল পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখকে।
ভাদু শেখ খুন হওয়ার পরই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, প্রতিশোধ নিতে সেদিন রাতেই ভাদু শেখের অনুগামীরা বগটুইয়ের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ জন গ্রামবাসীর।
এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়। এরপর কলকাতা হাইকোর্ট এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের (CBI) হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক গ্রেপ্তার করে মূল অভিযুক্তদের। রামপুরহাট ১ ব্লক তৃণমূলের তৎকালীন সভাপতি আনারুল হোসেন সহ মোট ২৩ জনের নামে চার্জশিট জমা দেয় সিবিআই।
তবে এখন প্রশ্ন উঠছে— এত চাঞ্চল্যকর মামলা, তবু কি সত্যিই সুবিচার মিলবে? যদি সাক্ষীরাই নিরাপদ না থাকেন, তবে কীভাবে সামনে আসবে প্রকৃত সত্য? সেই কারণেই সিবিআইয়ের তরফে আদালতে অনুরোধ— বীরভূম নয়, বগটুই মামলার বিচার হোক অন্যত্র, যেখানে প্রভাবমুক্তভাবে সাক্ষীরা মুখ খুলতে পারবেন।