Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “রাইফেল দাও!”—বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহস দেখুন! বিএসএফ জওয়ানের গুলিতে খতম এক জন!
জেলা

“রাইফেল দাও!”—বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহস দেখুন! বিএসএফ জওয়ানের গুলিতে খতম এক জন!

bsf
Email :18

উত্তর দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত (Bangladesh border) ফের উত্তপ্ত। পারিয়াল সীমান্ত ফাঁড়িতে শুক্রবার ভোররাতে ঘটে গেল ভয়ানক এক ঘটনা। সীমান্তে টহলদারির সময়ে বিএসএফের এক জওয়ানের উপর হামলা চালায় একদল বাংলাদেশি অনুপ্রবেশকারী ও গরু পাচারকারী (Bangladesh border)। শুধু তাই নয়, ওই জওয়ানের কাছ থেকে সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে তারা। বাধ্য হয়েই জওয়ান গুলি চালান। তাতেই মৃত্যু হয় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর (Bangladesh border)।

ঘটনাটি ঘটে কিষাণগঞ্জ সেক্টরের অধীনে থাকা পারিয়াল সীমান্ত ফাঁড়িতে (Bangladesh Border)। ৮৭ নম্বর ব্যাটেলিয়নের এক বিএসএফ জওয়ান তখন রাত্রি টহলে ছিলেন। সেই সময় আচমকাই সীমান্ত পার করে ভারতের দিকে হানা দেয় একদল বাংলাদেশি অনুপ্রবেশকারী ও পাচারকারী। লাঠি ও ধারালো অস্ত্র হাতে হামলা চালানো হয় ওই জওয়ানের উপর (Bangladesh border) । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রথমে পরিস্থিতি সামাল দিতে জওয়ান শূন্যে গুলি ছোড়েন। কিন্তু তাতেও দুষ্কৃতীরা ভয় পায়নি। বরং আরও বেশি আগ্রাসী হয়ে তাঁর উপর চড়াও হয়।

জানা গিয়েছে, একটি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় ওই জওয়ানকে, এরপর তাঁর সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। রক্তাক্ত অবস্থায়ও সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান বিএসএফ কর্মী। শেষে আত্মরক্ষায় তিনি অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর। বাকিরা তড়িঘড়ি পালিয়ে যায় সীমান্তের ওপারে, বাংলাদেশের (Bangladesh Border) দিকে।

রক্তাক্ত জওয়ানকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই ঘটনায় ফের সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একাধিকবার কড়া সতর্কতা সত্ত্বেও কেন বারবার এমন অনুপ্রবেশ এবং পাচারচেষ্টা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনে।

বিএসএফের তরফে জানানো হয়েছে, এই ধরনের হামলা সীমান্ত সুরক্ষার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts