Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মুখ্যমন্ত্রী মমতা পেরোনোর কয়েকদিন পরেই সেতু ভাঙন, নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঝড়
জেলা

মুখ্যমন্ত্রী মমতা পেরোনোর কয়েকদিন পরেই সেতু ভাঙন, নিরাপত্তা নিয়ে প্রশ্নের ঝড়

bridge collapsed
Email :2

আরামবাগে ফের বড়সড় সেতু বিপর্যয় (Bridge Collapsed)। শনিবার গভীর রাতে দ্বারকেশ্বর নদীর উপর থাকা রামকৃষ্ণ সেতুর একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Bridge Collapsed)। ঘটনার পর মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, যে অংশ ভেঙেছে, তার পাশের অংশেও ফাটল দেখা গেছে এবং যেকোনও সময় সেটিও ভেঙে পড়তে পারে। আসলে বহুদিন ধরেই সেতুর অবস্থা খারাপ ছিল— বিভিন্ন জায়গায় দোলা লাগছিল, কাঁপছিল, এমনকি আগেই ফাটল ধরা পড়েছিল। প্রায় এক বছর আগে থেকেই ‘দুর্বল সেতু’ বোর্ড ঝুলছিল (Bridge Collapsed), কিন্তু তবুও মেরামতির কোনও বড় পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

সবচেয়ে উদ্বেগের বিষয়, মাত্র কয়েকদিন আগে ৫ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতুর উপর দিয়েই কামারপুকুর ও ঘাটালে গিয়েছিলেন। ফলে সেতুর রক্ষণাবেক্ষণ ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে (Bridge Collapsed)।

এই সেতু  দক্ষিণবঙ্গের একাধিক জেলার সঙ্গে সংযোগ রক্ষা করে— বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান এবং কলকাতার মধ্যে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে এই সেতুর উপর দিয়ে। সেতুর আশপাশে রয়েছে স্কুল-কলেজ, বাজার ও ঘনবসতিপূর্ণ এলাকা।

সৌভাগ্যবশত রাতের দিকে ভাঙন হওয়ায় প্রাণহানি এড়ানো গেছে, তবে স্থানীয়রা বলছেন, সকালের দিকে ঘটলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারত। বর্তমানে ঘটনাস্থল পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং গোটা এলাকা কড়া নিরাপত্তায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts