বনগাঁ-শিয়ালদহ শাখার রেললাইনে মঙ্গলবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা (Bongaon)। বিরাটি ও দুর্গানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের উপর থেকে এক যুগলের ছিন্নভিন্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহ দেখতে পান, এরপরই খবর দেওয়া হয় রেল পুলিশকে v।
রাতের অন্ধকারে হাত ধরাধরি করে লাইনের ওপর দাঁড়িয়ে থাকা সেই যুগল নিমেষে কাটা পড়ে ট্রেনের ধাক্কায় (Bongaon)। দুর্ঘটনার তীব্রতায় দেহ দু’টি ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় এলাকায় নেমে আসে স্তব্ধতা, আতঙ্ক আর নানা জল্পনা (Bongaon)।
ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য (Bongaon)। তবে আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন—সেই প্রশ্নে ধন্দে তদন্তকারীরা। রেল পুলিশ জানাচ্ছে, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জোরকদমে খোঁজ করা হচ্ছে মৃতদের পরিবারের। মৃতদেহ দুটি বাইরের কোনও ব্যক্তির কি না, তা নিয়েও তদন্ত চলছে (Bongaon)।
এক প্রত্যক্ষদর্শী জানান, “আমি নিজে দেখেছি, ওই যুগল হাত ধরে রেললাইনে উঠল। একজন পুরুষ ও একজন মহিলা। মনে হচ্ছিল খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, হয়তো স্বামী-স্ত্রী। তবে ওদের আগে কোনওদিন এই এলাকায় দেখিনি। ট্রেন আসার অনেক আগেই ওরা লাইনে দাঁড়িয়ে ছিল। ট্রেন আসতেই মুহূর্তে সব শেষ!”
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ঘটনাকে ‘সোজাসুজি আত্মহত্যা’ বলে মনে করলেও, পুলিশ এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে, আসল রহস্য সামনে আসবে কিনা।