Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • শুভেন্দুর ভবিষ্যদ্বাণী সত্যি হল, নন্দীগ্রামে ১২-০ তে জয়ী বিজেপি
জেলা

শুভেন্দুর ভবিষ্যদ্বাণী সত্যি হল, নন্দীগ্রামে ১২-০ তে জয়ী বিজেপি

bjp win nandigram
Email :2

নন্দীগ্রামে তৃণমূলকে হটিয়ে একেবারে বড় জয় পেল বিজেপি (BJP)। রবিবার প্রকাশিত ফলাফলে দেখা গেল, সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির ১২টি আসনের সবকটিই দখল করেছে গেরুয়া শিবির। তৃণমূল একটি আসনও পায়নি (BJP)।

এই সমিতির মোট ভোটার সংখ্যা ৬৭৫ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৬৩০ জন। গণনা শেষে স্পষ্ট হয়, বিজেপি (BJP) একক আধিপত্যে ১২টির মধ্যে সব আসনেই জয়ী। সিপিএম দুটি আসনে লড়লেও কোনও ফল আসেনি।

এই ফলাফল প্রকাশের পর থেকেই এলাকা জুড়ে গেরুয়া শিবিরে আনন্দের জোয়ার। বিজেপির (BJP) অভিযোগ, তৃণমূল পুলিশি প্রভাব খাটিয়ে এই নির্বাচন জিততে চেয়েছিল। কিন্তু শেষমেশ বিজেপিই মানুষের সমর্থন পেল। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, “তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করেছিল। কিন্তু ভোটাররা ভয় না পেয়ে গোপনে বিজেপিকেই ভোট দিয়েছেন।”

অন্যদিকে, তৃণমূলের দাবি একেবারেই আলাদা। তাদের বক্তব্য, ভোটের আগের দিন রাতে বিজেপি নেতারা টাকা বিলি করেছে, ভয় দেখিয়ে ভোট কিনেছে। এ নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা আবু তাহের।

ফলাফলকে ঘিরে মুখ খোলেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “আমরা বিজেপি জিতেছে বলি না, বলি রাষ্ট্রবাদীরা জিতেছে। আসলে চোরেরা হেরেছে। আজকের ফল তার প্রমাণ। এর মধ্য দিয়েই বোঝা গেল, বাংলার মানুষ তৃণমূলকে আর বিশ্বাস করছে না।”

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts