Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • স্কুলের প্রিয় শিক্ষকের নাম দাগি তালিকায়! অবাক শিক্ষক মহল থেকে প্রতিবেশী
জেলা

স্কুলের প্রিয় শিক্ষকের নাম দাগি তালিকায়! অবাক শিক্ষক মহল থেকে প্রতিবেশী

bjp leader son
Email :20

ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক অতনু মণ্ডলের নাম সম্প্রতি প্রকাশিত স্কুল শিক্ষক (Tainted List) ‘দাগি’ তালিকায় উঠে এসেছে। অতনু হলো ভাঙড়ের বিজেপি নেতা ও যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মন্ডলের ছেলে। খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে (Tainted List)।

শনিবার রাতে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) তাদের ওয়েবসাইটে ১৮০৪ জন শিক্ষককে অযোগ্য ঘোষণা করে (Tainted List)। পরে আরও দুজনের নাম সংযুক্ত করে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় তালিকায় ২০০ ক্রমিক নম্বরে নাম রয়েছে অতনুর। অতনু ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভাঙড় ১ ব্লকের নারায়ণপুর হাই স্কুলে বাংলার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন (Tainted List)।

স্কুল সূত্রে জানা গেছে, ছাত্রদের মধ্যে অতনু বেশ জনপ্রিয় ছিলেন। ক্লাস নেওয়া ছাড়াও তিনি স্কুলের অন্যান্য কাজেও সক্রিয় ছিলেন। হাইকোর্টের নির্দেশে বেতন বন্ধ হওয়ার পর সুপ্রিম কোর্টের অন্তর্বতী নির্দেশে কিছুদিন বেতন চালু হয়। পরে আবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি শেষ হয়। এরপর থেকে তিনি স্কুলে আসছেন না এবং বেতনও বন্ধ।

অবনী মন্ডল জানিয়েছেন, “আমার ছেলে কতটা প্রতিভাবান সেটা স্কুলের শিক্ষকরা ও ছাত্ররা ভাল জানেন। আমার কোনও তৃণমূল নেতার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমার ছেলে আবারও আইনের দ্বারস্থ হয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts