অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এতদিন এই তালিকায় দেখা যাচ্ছিল তৃণমূল নেতা-নেত্রী কিংবা তাঁদের আত্মীয়দের নাম। কিন্তু এবার সামনে এল এক বিজেপি নেতার স্ত্রীর (BJP Leader) নাম। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের।
স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা অযোগ্যদের তালিকায় ৬৫৩ নম্বরে রয়েছে বিজেপির বীরভূম জেলা কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের (BJP Leader) স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। তিনি রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলে শিক্ষকতা করতেন। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল।
রামপুরহাটে তাঁদের বাড়িতে গিয়ে লক্ষ্মী বিশ্বাস বা তাঁর স্বামী সুরজিৎ সরকারের কাউকেই পাওয়া যায়নি (BJP Leader)। খবর পাওয়া গেছে, তাঁরা বর্তমানে কলকাতায় আছেন। পাশাপাশি জানা যাচ্ছে, সুরজিৎ সরকার ইতিমধ্যেই সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন (BJP Leader)।
এদিকে, তৃণমূলের পক্ষ থেকে খুব একটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অনুব্রত মণ্ডল বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলব না, এটা রাজ্যের বিষয়।” তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, “বিষয়টা আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখব।”
বিজেপির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, লক্ষ্মী বিশ্বাস মেধাবী ছাত্রী ছিলেন। তাঁর নাম অযোগ্যদের তালিকায় আসা উচিত হয়নি। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “এটা একেবারেই বৃহত্তর ষড়যন্ত্র। তাই সুরজিৎ সরকার সিবিআই-এর কাছে গেছেন।”
এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল কাঁটাছেঁড়া।













