আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই পুলিশের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন ঘাটালের বিজেপি (BJP) বিধায়ক শীতল কপাট। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র একটি সভা থেকে তিনি পুলিশের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য করেন। প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশের হাত-পা খোঁড়া করে দেওয়ার হুমকি দেন ওই বিধায়ক। একজন জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে (BJP)।
শীতল কপাটের বক্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে এ ধরনের ভাষা আইনশৃঙ্খলার পক্ষে কতটা বিপজ্জনক (BJP)। বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপি নেতারা ইচ্ছাকৃত ভাবেই পুলিশকে নিশানা করে উত্তেজনা ছড়াতে চাইছেন। যদিও এই মন্তব্য নিয়ে বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এমন মন্তব্য এই প্রথম নয়। এর আগেও পুলিশের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য দিতে শোনা গিয়েছে বিজেপির (BJP) একাধিক নেতাকে। কয়েক দিন আগে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার একটি সভা থেকে প্রকাশ্যে পুলিশ পেটানোর ডাক দিয়েছিলেন। গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে একটি পথসভায় তিনি সাধারণ মানুষদের উদ্দেশে বলেন, পুলিশ যদি অন্যায় করে এবং তৃণমূলের কথায় সাধারণ মানুষের উপর চড়াও হয়, তাহলে সবাই একজোট হয়ে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
সেই সভা থেকেই তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারির সুরে স্বপন মজুমদার বলেন, তৃণমূলের গুন্ডারা যেন না ভাবে পুলিশ সবসময় তাদের বাঁচাবে। তাঁর দাবি, আগামী দিনে রাজনৈতিক বদল হবে এবং যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরপর বিজেপি নেতাদের এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শাসক শিবিরের অভিযোগ, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।












