শুক্রবার বিকেলে হঠাৎ করেই রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন (Anubrata Mondal)। জেলায় জেলায় সংগঠনের রদবদল করে দিল তৃণমূল কংগ্রেস (Anubrata Mondal)। সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন—বীরভূম জেলায় আর থাকছে না কোনও জেলা সভাপতি (Anubrata Mondal)!
তৃণমূলের অভ্যন্তরীণ চর্চায় অনেক আগেই উঠেছিল ‘বীরভূম মডেল’-এর প্রসঙ্গ। এবার সেটাই কার্যত সরকারি রূপ পেল। দলের তরফে জানানো হয়েছে, বীরভূমে দল চালাবে ৭ সদস্যের কোর কমিটি, যার সদস্য হলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিংহ, বিকাশ রায় চৌধুরী এবং আশিস বন্দ্যোপাধ্যায়।
যদিও কমিটির মধ্যে অনুব্রত মণ্ডল রয়েছেন, কিন্তু আর তাঁকে জেলা সভাপতি বলা যাবে না। কারণ, ‘জেলা সভাপতি’ পদটাই এবার থেকে খাতায়-কলমে বিলুপ্ত। ফলে প্রশ্ন উঠছে—বহু বছর ধরে বীরভূমের তৃণমূল রাজনীতির ‘অঘোষিত অধিপতি’ অনুব্রতের যুগ কি তবে কার্যত শেষের পথে?
সূত্রের খবর, শুধু কমিটি গঠনই নয়, দুই সাংসদকেও কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকার ছাড়পত্র দিয়েছে দল, যা এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। বীরভূমের অন্তর্কোন্দল নতুন নয়। কোর কমিটির বৈঠক, সদস্যপদ, অনুব্রতের অনুপস্থিতি নিয়ে বারবার প্রকাশ্যে এসেছে দলীয় নেতৃত্বের অভ্যন্তরীণ টানাপড়েন। এমনকি কাজল শেখের মতো নেতাও প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
এই পটভূমিতে ঠিক ভোটের মুখে এই ধরনের পদক্ষেপ যে একটি ‘সুবিবেচিত বার্তা’, তা বলাই যায়। রাজনৈতিক মহলের একাংশ বলছে, ব্যক্তিনির্ভর দলীয় কাঠামো নয়, এবার কমিটি নির্ভর সাংগঠনিক নিয়ন্ত্রণে বেশি আস্থা রাখতে চাইছে তৃণমূল নেতৃত্ব। তবে এই পরিবর্তন দলকে কতটা স্থিতিশীলতা দেবে, তা সময়ই বলবে।