Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • রোগী ও আত্মীয়দের ভিড়ের মধ্যে হঠাৎ ধোঁয়া! বিধাননগর হাসপাতালে হুড়োহুড়ি
জেলা

রোগী ও আত্মীয়দের ভিড়ের মধ্যে হঠাৎ ধোঁয়া! বিধাননগর হাসপাতালে হুড়োহুড়ি

bidhannagar mahakuma hospital
Email :2

বিধাননগর (Bidhannagar) মহকুমা হাসপাতালে হঠাৎ আগুন আতঙ্ক। বৃহস্পতিবার সকালে হাসপাতালে আউটডোর বিভাগে রোগী ও তাদের আত্মীয়দের ভিড় ছিল স্বাভাবিক দিনের মতোই। ঠিক তখনই আউটডোর বিল্ডিংয়ের বাইরে বসানো একটি এসি মেশিন থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তে চারদিক ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায় (Bidhannagar) । রোগী ও আত্মীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ভিড়ের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন (Bidhannagar) । পুলিশ ও হাসপাতালের কর্তৃপক্ষও ছুটে আসেন। তবে সৌভাগ্যবশত বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। হাসপাতালের কর্মীরাই দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, “বিধাননগর (Bidhannagar) হাসপাতালে আউটডোর বিল্ডিংয়ের বাইরে বসানো এসি মেশিনে আগুন লাগে। তবে তা সময়মতো নিয়ন্ত্রণে আসে। আতঙ্কের কিছু নেই।” কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, তাপমাত্রার হঠাৎ ওঠানামা বা অন্য কোনও কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে এটি শর্ট সার্কিট থেকে হয়নি বলেই দাবি কর্তৃপক্ষের।

বলে রাখা প্রয়োজন, বিধাননগর মহকুমা হাসপাতাল অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। প্রতিদিন শত শত মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। সেখানে এই ধরণের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও দমকল ও পুলিশের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদ এড়ানো গেছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts