ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) বারবার সতর্কতা ও শোকজের মধ্যেও দলের কথায় ভাবছেন না। ফের দলকে অস্বস্তিতে ফেললেন তিনি। এবার তিনি দুটি বিধানসভা আসনে লড়ার হুঁশিয়ারি দিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দুটো আসনে জিতলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘জামাই আদরে’ স্বাগত জানাবেন।
হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেছেন, “আমি কোনও আসনে প্রার্থী হব কি না, সেটা সময় দেখাবে। তবে ভরতপুরে দল প্রার্থী করলে দলের অনুগত সৈনিক হিসেবে ভোটে লড়ব।” ভরতপুরে এখনও কমিটি গঠন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি তার পছন্দ অনুযায়ী প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছিলেন।
তিনি (Humayun Kabir) আরও বলেন, “যদি কমিটি আমার পছন্দ অনুযায়ী ঘোষণা করা হয়, আমি ভোটে লড়ব। না হলে মুর্শিদাবাদের দুটি আসনে—রেজিনগর ও বেলডাঙায়—লড়ব। দুটো সিটেই জিতলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবার জামাই আদরে দলীয় দলে ফিরব।” নির্দল হিসেবে লড়বেন কি না, তা এখনই স্পষ্ট করেননি।
এই হুঁশিয়ারিকে কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তিনি (Humayun Kabir) সকালে একটি পার্টি করেন, দুপুরে আরেকটি পার্টি আর রাতে আরেকটি। ভরতপুর ও রেজিনগরে দাঁড়ালে ভোটে হেরে যাবেন।”