Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে তৃণমূলের অন্দরে বিস্ফোরণ! কাইজারের বাড়ির সামনে খুনের হুমকির অভিযোগ
জেলা

ভোটের আগে তৃণমূলের অন্দরে বিস্ফোরণ! কাইজারের বাড়ির সামনে খুনের হুমকির অভিযোগ

kaizar
Email :3

ভোট যত এগিয়ে আসছে, ততই যেন ক্রমে তপ্ত হচ্ছে ভাঙড়ের রাজনীতি (Bhangar Clash)। একদিকে ভোট প্রচারের তোড়জোড়, অন্যদিকে চড়ছে রাজনৈতিক পারদ। এবার নতুন করে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে সংঘাত। অভিযোগের তির উঠেছে দলীয় নেতার দিকেই। তৃণমূল নেতা কাইজার আহমেদ দাবি করেছেন, তাঁর বাড়ির সামনে এসে গালিগালাজ ও খুনের হুমকি দিয়েছে শওকাত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও সাবিরুল ইসলাম (Bhangar Clash)।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। কাইজারের অভিযোগ, প্রায় ৩০ থেকে ৪০ জন তৃণমূল কর্মী তাঁর (Bhangar Clash) বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং খুনের হুমকি দেয়। তাঁর বক্তব্য, “বাহারুল ও সাবিরুলের নেতৃত্বে কয়েকশো কর্মী এসেছিল। আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে চিৎকার করেছে, হুমকি দিয়েছে—মেরে দেবে বলে গেছে। আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, ওরা ঘুরে বেড়াচ্ছে।”

ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে (Bhangar Clash)। ভিডিওতে একদল মানুষকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। কাইজারের দাবি, সেই ফুটেজেই বাহারুল ও সাবিরুলকে চিহ্নিত করা সম্ভব। তাঁর অভিযোগ, “এটা পরিকল্পিত হামলা। ভোটের আগে ভয় দেখানোর চেষ্টা চলছে।”

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম (Bhangar Clash)। তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে ভিডিও দেখানো হচ্ছে, সেটা কোথাকার সেটা প্রমাণ করুক কাইজার। প্রশাসন তদন্ত করুক, যদি কেউ দোষী হয়, শাস্তি পাক। কিন্তু আমি এসবের সঙ্গে জড়িত নই।”

এরপরই পাল্টা আক্রমণ শানান বাহারুল। তাঁর বক্তব্য, “এই মিথ্যাচার ও অনেক দিন ধরেই করছে। ২০২১ সালে দলকে হারিয়েছে, ২০২৩ সালে বিরোধিতা করেছে, আর এখন ২০২৪-এর ভোটের আগে গদ্দারি করছে। আইএসএফের হাত শক্ত করার জন্যই এখন এসব নাটক করছে।”

ভাঙড়ের এই অভ্যন্তরীণ সংঘাত ঘিরে সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে দলীয় নেতৃত্বও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শওকাত মোল্লা ও কাইজার আহমেদের মধ্যে চলা টানাপোড়েন এখন ভোটের প্রাক্কালে বিস্ফোরক রূপ নিচ্ছে।

এদিকে, ভাঙড়ের সাধারণ মানুষও আতঙ্কিত। রাতের বেলা এলাকায় টহলদারি বাড়িয়েছে পুলিশ। প্রশাসন জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কাইজারের অভিযোগ ও বাহারুলের বক্তব্য—দুটিই নথিবদ্ধ করা হয়েছে।

ভোটের আগে তৃণমূলের এই অন্দরের দ্বন্দ্ব এখন রাজ্যের রাজনৈতিক মহলে অন্যতম চর্চার বিষয়। প্রশ্ন উঠছে—দলের ভিতরেই কি এখন অশান্তির আগুন? নাকি এর পেছনে লুকিয়ে আরও বড় কোনও রাজনৈতিক খেলা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts